সঠিক পরিকল্পনা, দিকনির্দেশনা মেনে চলা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আগ্রহী যে কেউ ক্রমান্বয়ে ইউটিউবে আয় ও জনপ্রিয়তা দুটিই বাড়াতে সফল হবে। দর্শকপ্রিয় হতে যা জানা ও করা প্রয়োজন, তার মধ্যে কনসিস্টেন্ট কনটেন্ট, ভিডিওতে কল-টু-অ্যাকশন, ইউটিউব অ্যানালিটিকস, সামাজিক মাধ্যম ও ভিডিওর মানোন্নয়ন বিষয়ে সম্যক ধারণা থাকতেই হবে।
কনসিস্টেন্ট কনটেন্ট
কিছুদিন পরপর বা নিয়মিত সময়ের ব্যবধানে ভিডিও প্রকাশ করা উচিত। যেন দর্শক চ্যানেলের প্রতি আগ্রহ না হারায়। নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করা উচিত।
ভিডিওতে কল-টু-অ্যাকশন
ভিডিওর শেষে দর্শকদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে উৎসাহিত করা উচিত। প্রথম ভিডিও শেষে ওই চ্যানেলের সংশ্লিষ্ট পরের ভিডিও দেখতে স্ক্রিনে সাজেশন বা লিঙ্ক দিলে দর্শক চ্যানেল থেকে সহসাই সরে যাবে না।
ইউটিউব অ্যানালিটিকস
চ্যানেলের কোন ভিডিও কেমন দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে, তা বিশ্লেষণ করতে ইউটিউব অ্যানালিটিকসের রীতিনীতি মেনে চলা শ্রেয়। কোন ধরনের কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে, দর্শক কোন সময়ে ভিডিও বেশি দেখে– এসব বিষয়ে বিশ্লেষণ করে কনটেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণে মনোযোগ দিতে হবে।
সামাজিক মাধ্যম
নির্মিত প্রতিটি ভিডিও কনটেন্টের ভিউ বাড়ানোর জন্য ইনস্টাগ্রাম, এক্স, ফেসবুক, লিঙ্কডইন ও অন্য সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করার চর্চা থাকতে হবে। বিশেষ করে ফেসবুক গ্রুপ ও ফোরামে ভিডিওর লিঙ্ক শেয়ার করলে বেশি সংখ্যক দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানোর সম্ভাবনা তুলনামূলক বেড়ে যায়।
ভিডিওর মানোন্নয়ন
সময়ের চাহিদা ও আগ্রহ বুঝে কনটেন্ট নির্মাণের পরিকল্পনা নিতে হবে। ভালো মানের ভিডিওচিত্র তৈরি করা ছাড়া জনপ্রিয় হওয়ার সুযোগ খুবই কম। ভালো রেজ্যুলেশনের ভিডিও, স্পষ্ট অডিও ও প্রাসঙ্গিক তথ্য যুক্ত করে ভিডিওর গুণগত মান বাড়ানো সম্ভব। তা ছাড়া ভালো সম্পাদনা (এডিটিং) ও দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন দর্শককে চ্যানেলের দিকে আকৃষ্ট করে।
ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য শুধু ভালো কনটেন্ট তৈরি করাই শেষ কথা নয়, সঠিকভাবে তা অপ্টিমাইজ করাও জরুরি। উল্লিখিত সবকটি কৌশলের মাধ্যমে ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো সম্ভব। ফলে চ্যানেল থেকেও বেশি আয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনট ন ট
এছাড়াও পড়ুন:
বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার, সুযোগ নেই কারচুপির: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কোন কারচুপির সুযোগ নেই।
সোমবার সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি ভালো নির্বাচন চাই। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সামনে রেখে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। তবে সংস্কারের বিষয়টি নিয়ে কাজ হচ্ছে।’
নির্বাচনী আসন নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, মানিকগঞ্জে একটি সংসদীয় নির্বাচনী আসন কমানো হয়েছে। আসন পুনরুদ্ধারে অনেকগুলো আবেদন নির্বাচন কমিশনের কাছে এসেছে। এ বিষয়টি দেখা হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করণীয় প্রয়োজন, তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই অনুযায়ী কাজ করব।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।