বৈশ্বিক বাজারের পর বাংলাদেশে রেনো-১৩ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নতুন সিরিজের স্মার্টফোনে থাকবে ফ্যাশন আর সর্বশেষ প্রযুক্তির মিশেল। বাটারফ্লাই শ্যাডো ও লুমিনাস লুপ– দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতায় নতুন মানদণ্ড দৃশ্যমান হবে। প্রকৃতি থেকে ডিজাইন ও ফ্যাশন উপকরণের সমন্বয়ে ডিভাইসটি গ্রাহকের সামনে নতুন অভিজ্ঞতা স্থাপন করবে বলে নির্মাতারা জানান। পানির নিচে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচারে দেশের প্রথম স্মার্টফোন। সর্বাধুনিক মডেল দুটির মাধ্যমে পানিতেও ভালো মানের, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন গ্রাহক। এমনটা সম্ভব হয়েছে আইপি৬৯ রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে, যা কিনা ধুলাবালি ও পানি থেকে বিশেষ সুরক্ষা দেবে। পানির দুই মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, যা রং, ফোকাস ও কনট্রাস্টের সমন্বয়ে সহায়ক।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইয়োর মোমেন্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্ত সংরক্ষণে নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই থার্টিন সিরিজের ডিজাইন করা। এআই প্রযুক্তি, প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন ও অসাধারণ পারফরম্যান্সের সমন্বয়ে সিরিজে সাহসিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উদযাপনে অনুপ্রাণিত করে।
সিরিজের ফাইভজি মডেলে রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসেপ্ল ৬.
থার্টিন এফ মডেলে রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি ওলেড। ব্যাটারি ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং।
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম। মডেলে দুটি রঙের বৈচিত্র্যে থাকছে পাম পার্পল ও গ্রাফাইট গ্রে। মডেল দুটির এআই এডিটর স্যুট দিচ্ছে এআই ক্লিয়ারিটি এনহেন্সার, ফিচারটি ঝাপসা (ব্লারি) বা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালের রূপান্তরে সহায়তা করে।
প্রিয় সব মুহূর্তকে প্রাণবন্ত করার প্রয়োজনে শাটার প্রেস করার আগে ও পরে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয় এবং এআই ডি-ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে সবকটি শট স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড জ ইন
এছাড়াও পড়ুন:
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন অধ্যাপক নার্গিস বেগম
যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের পত্নী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হন অধ্যাপক নার্গিস বেগম। দায়িত্ব পাওয়ার পর থেকে দলের দুর্দিনে দলকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও একেবারে শেষের দিকে জানিয়ে দেন তিনি প্রার্থী হচ্ছেন না। ফলে নেতাকর্মীরা ভেবে নেন বয়সজনিত কারণে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জেলার বর্ষিয়ান এই রাজনীতিবিদ।
তবে নতুন চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানিয়েছেন, কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসেবে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক নার্গিস বেগম।
রাজনৈতিক পরিবারের সন্তান অধ্যাপক নার্গিস বেগম স্কুলজীবন থেকেই রাজনীতির সহচর্যে ছিলেন। ‘৬০-এর দশকে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশ। বিএনপির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত হন দলটির সঙ্গে। শিক্ষকতাজীবনে আনুষ্ঠানিকভাবে দলের পদপদবী গ্রহণ না করলেও সক্রিয় ছিলেন বিএনপির নেতৃত্বে।