আনন্দমুখর পরিবেশে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  সমাবর্তন অনুষ্ঠান। ২৮ জানুয়ারি  সকাল  উত্তীর্ণ হওয়া ২ হাজার  ৭৯১ জন গ্র্যাজুয়েটের পদভারে মুখর হয়ে ওঠে পুলিশ কনভেনশন হল প্রাঙ্গণ।  শিক্ষার্থীদের পরনে ছিল সমাবর্তনের কালো গাউন ও মাথায় টার্সেল। অনুষ্ঠান শুরু হওয়া কথা সকাল ১০টায় থাকলেও ৮টা থেকে তাদের ভিড় জমে। হল প্রাঙ্গণের সামনে কেউ সেলফি তুলেছে গ্রুপ হয়ে, আবার কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলেছে।  কিছুক্ষণ  পর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড.

মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ মোহাম্মদ খান। সভাপতির বক্তৃতায় প্রফেসর এম আমিনুল ইসলাম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের উদ্দেশে  বলেন, তোমরা এখন নতুন জগতে ঢুকতে যাবে, চাকরি করবে দেশে-বিদেশে অথবা কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু তা সততা ও নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবে। সততা ও নিষ্ঠা থাকলে সফল হওয়া সম্ভব। সমাবর্তন বক্তা প্রফেসর নিয়াজ মোহাম্মদ খান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষা অর্জন করি তা আমাদের সমগ্র জীবনকে প্রভাবিত করে। এটি যেমন আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে, জীবনকে অর্থপূর্ণ ও দায়িত্বশীল করে তোলে, তেমনি গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের দ্বারা সমাজের নানাবিধ সমস্যার সমাধানের পথ দেখায়। বিশেষ অতিথির বক্তৃতায় ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীরা সমাজ বির্নিমাণে ভূমিকা রাখছে। সমাবর্তনে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম। সমাবর্তনে ৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ১০ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ১৩ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সমাবর্তনে ২ হাজার ৭৯১ জন  গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। সমাবর্তনে ৩ জন চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ১০ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ১২ জন ডিন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। v

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে। 

উপসচিব মামুন আল ফারুক সমকালকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।

সম্পর্কিত নিবন্ধ