ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন
Published: 9th, February 2025 GMT
আনন্দমুখর পরিবেশে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। ২৮ জানুয়ারি সকাল উত্তীর্ণ হওয়া ২ হাজার ৭৯১ জন গ্র্যাজুয়েটের পদভারে মুখর হয়ে ওঠে পুলিশ কনভেনশন হল প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পরনে ছিল সমাবর্তনের কালো গাউন ও মাথায় টার্সেল। অনুষ্ঠান শুরু হওয়া কথা সকাল ১০টায় থাকলেও ৮টা থেকে তাদের ভিড় জমে। হল প্রাঙ্গণের সামনে কেউ সেলফি তুলেছে গ্রুপ হয়ে, আবার কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলেছে। কিছুক্ষণ পর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড.
সমাবর্তনে ২ হাজার ৭৯১ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। সমাবর্তনে ৩ জন চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ১০ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ১২ জন ডিন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না
আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে।
উপসচিব মামুন আল ফারুক সমকালকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।