এফএ কাপে ভূমিকম্প, লিভারপুলকে বিদায় করল পুঁচকে প্লিমাউথ
Published: 9th, February 2025 GMT
এক দল স্বপ্ন দেখছে ইংল্যান্ড ও ইউরোপ সেরা হওয়ার। আরেক দল আশঙ্কায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের। প্রথম দলটি লিভারপুল, যারা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটাও সবার ওপরে থেকে শেষ করেছে আর্নে স্লটের দল। দ্বিতীয় দলটি প্লিমাউথ আর্গাইল, যারা কিনা পড়ে আছে ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে।
আজ বিপরীত মেরুতে থাকা এমন দুটি দলই মুখোমুখি হলো এফএ কাপে। আর সেই ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল প্লিমাউথ আর্গাইল। ঘরের মাঠে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে প্লিমাউথকে একমাত্র গোলটি এনে দেন রায়ান হার্ডি। দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ।
শেষ দিকে দারুণ দুটি সেভ করে লিভারপুলকে গোল পেতে দেননি প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার, সুযোগ নেই কারচুপির: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কোন কারচুপির সুযোগ নেই।
সোমবার সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি ভালো নির্বাচন চাই। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সামনে রেখে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। তবে সংস্কারের বিষয়টি নিয়ে কাজ হচ্ছে।’
নির্বাচনী আসন নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, মানিকগঞ্জে একটি সংসদীয় নির্বাচনী আসন কমানো হয়েছে। আসন পুনরুদ্ধারে অনেকগুলো আবেদন নির্বাচন কমিশনের কাছে এসেছে। এ বিষয়টি দেখা হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করণীয় প্রয়োজন, তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই অনুযায়ী কাজ করব।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।