এফএ কাপে ভূমিকম্প, লিভারপুলকে বিদায় করল পুঁচকে প্লিমাউথ
Published: 9th, February 2025 GMT
এক দল স্বপ্ন দেখছে ইংল্যান্ড ও ইউরোপ সেরা হওয়ার। আরেক দল আশঙ্কায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের। প্রথম দলটি লিভারপুল, যারা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটাও সবার ওপরে থেকে শেষ করেছে আর্নে স্লটের দল। দ্বিতীয় দলটি প্লিমাউথ আর্গাইল, যারা কিনা পড়ে আছে ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে।
আজ বিপরীত মেরুতে থাকা এমন দুটি দলই মুখোমুখি হলো এফএ কাপে। আর সেই ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল প্লিমাউথ আর্গাইল। ঘরের মাঠে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে প্লিমাউথকে একমাত্র গোলটি এনে দেন রায়ান হার্ডি। দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ।
শেষ দিকে দারুণ দুটি সেভ করে লিভারপুলকে গোল পেতে দেননি প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নববর্ষের শোভাযাত্রার মোটিফে আগুন নিয়ে রহস্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়েছে। কে কোন উদ্দেশ্যে আগুন লাগিয়েছে, এ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ দুটি শনিবার (১২ এপ্রিল) ভোরে পুড়ে যায়। এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি পুরোপুরি পুড়ে যায় এবং শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়ে যায়।
অনেকে বলছেন, অন্য মোটিফগুলো ঠিক থাকলেও ওই দুটি মোটিভ কীভাবে পুড়ল? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে শুধু ওই দুটি মোটিফে আগুন দিয়েছে।
এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার ভোরে জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট পরা এক যুবক চারুকলা অনুষদ প্রাঙ্গণে প্রবেশ করে। তার মুখে মাস্ক ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তার মধ্যে কোনো ধরনের চাঞ্চলতা বা উদ্বেগ দেখা যায়নি। সে খুব ধীর-স্থিরভাবে প্রতিকৃতিতে আগুন লাগায়।
শনিবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর রাইজিংবিডিকে বলেছেন, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। কীভাবে আগুনের সূত্রপাত, তা আমরা খুঁজে বের করব।”
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেছেন, শোভাযাত্রার জন্য অনেক মোটিভ তৈরি করা হয়েছিল। কিন্তু, টি নির্দিষ্ট মোটিফে আগুন লাগে, যা নিঃসন্দেহে রহস্যজনক। এ বিষয়ে তদন্ত করছি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিভিন্ন ধরনের ও আকৃতির মোটিফ তৈরি করা হয়েছিল। সেখানে অনেক রাত পর্যন্ত শিক্ষার্থীরা কাজ করেছেন। আগুন লাগলে তখনো তো লাগতে পারত। অথচ, খুব ভোরে মানুষজন যখন ঘুমিয়ে ছিল, তখনই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শনিবার ভোর ৫টা ৪ মিনিটে চারুকলা অনুষদে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
ঢাকা/এমআর/রফিক