সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমার নতুন লুক প্রকাশিত হয়েছে। আজ রোববার দুপুরে নতুন লুক ফেসবুক পোস্ট করেন অভিনেতা। এর আগে আরেকটি লুক প্রকাশিত হয়েছিল, সেখানে সিয়ামকে দেখা গিয়েছিল, মুখভর্তি লম্বা গোঁফ-দাড়ি, উষ্কখুষ্ক চুল। এবার একদম ছিমছাম লুকে তিনি হাজির হলেন।
নতুন এই লুক নিজের ফেসবুকে প্রকাশ করে সিয়াম লিখেছেন, ‘আমি আছি “জনি”র সাথে। “জংলি”র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার “জনি”র সাথে পরিচিত হওয়ার পালা।’ ছবি–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই চরিত্র সম্পর্কে ধারণা দিতে নতুন লুক প্রকাশিত হয়েছে।
সিয়াম আহমেদ। ছবি: শিল্পীর সৌজন্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ বছর পর চুয়েট ছাত্রলীগের ছয় নেতার নামে মামলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে মারধর, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক ৬ নেতাকে আসামি করা হয়েছে। ঘটনার সাত বছর পর মামলা দুটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল আহসান।
রাউজান থানায় ওই মামলায় আসামিরা হলেন– চুয়েটের তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের, সাখাওয়াত হোসেন, অতনু মুখার্জি, নিলয় দে, মেহেদী হাসান ফরহাদ ও মোহাম্মদ ফখরুল হাসান ফাহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
জামিল সমকালকে বলেন, নির্যাতন শেষে বাকের বলেছিল, হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকবে। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল ওই নির্যাতনের জন্য তাদের কখনও জবাবদিহি করতে হবে না। এজন্যই মামলাটি করেছি।
মামলায় কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি মাহমুদুল। তিনি বলেন, ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে আমার জীবনে।