সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমার নতুন লুক প্রকাশিত হয়েছে। আজ রোববার দুপুরে নতুন লুক ফেসবুক পোস্ট করেন অভিনেতা। এর আগে আরেকটি লুক প্রকাশিত হয়েছিল, সেখানে সিয়ামকে দেখা গিয়েছিল, মুখভর্তি লম্বা গোঁফ-দাড়ি, উষ্কখুষ্ক চুল। এবার একদম ছিমছাম লুকে তিনি হাজির হলেন।
নতুন এই লুক নিজের ফেসবুকে প্রকাশ করে সিয়াম লিখেছেন, ‘আমি আছি “জনি”র সাথে। “জংলি”র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার “জনি”র সাথে পরিচিত হওয়ার পালা।’ ছবি–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই চরিত্র সম্পর্কে ধারণা দিতে নতুন লুক প্রকাশিত হয়েছে।
সিয়াম আহমেদ। ছবি: শিল্পীর সৌজন্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংস্কারে বিভক্তির গন্ধ পেলে মানুষ গ্রহণ করবে না: মির্জা আব্বাস
যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই সংস্কার মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা, লুট, ছিনতাই করেছে এবং এদেশের মানুষের অধিকার, কথা বলার অধিকার, দেশের মানুষের সম্পদ লুট করেছে, যারা এই দেশের শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা কেউ যেনো বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সংস্কারে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
এসময় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, সংস্কার ঘোষণা দিয়ে হয় না। বাংলাদেশের মানুষ এই ধরণের সংস্কার কামনা করে না। এ দেশের মানুষ অত্যন্ত সচেতন।
এম জি