আ.লীগ, জাপা ও শেখ পরিবারের কাউকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: আসাদুজ্জামান ফুয়াদ
Published: 9th, February 2025 GMT
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে আর কোনো দিন শেখ হাসিনার স্থান হবে না। এ দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও শেখ পরিবারের কাউকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
আজ রোববার বিকেলে শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। এবি পার্টি শেরপুর জেলা শাখা এ জনসভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, ‘যদি শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মাফিয়ারা বাংলাদেশকে দখল করার ষড়যন্ত্র করে, তবে আবার নতুন করে লড়াই হবে। আমরা সবাই বুক পেতে দিয়ে আবু সাঈদ হয়ে যাব, মুগ্ধ হয়ে যাব, আমরা সবাই রাফিদের মতো রক্ত দিয়ে নতুন করে লাল–সবুজের পতাকাকে স্বাধীন রাখব ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ গত ১৬ বছরে দুর্নীতি, লুটপাট আর চাঁদাবাজির মাধ্যমে যে অপশাসন কায়েম করেছিল, সে রকম চিন্তা নিয়ে এখন কেউ কেউ চাঁদাবাজি ও নানা ধরনের দুর্নীতি করছেন। তাঁরা ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছেন। তাঁরা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেন, তাঁদের পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। ক্ষমতার মসনদে বসার স্বপ্ন তাঁদের কোনো দিন পূরণ হবে না।
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, এই নতুন স্বাধীন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য এবি পার্টি লড়াই–সংগ্রাম করে যাবে। এবি পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে পরিচ্ছন্ন রাজনীতিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন এবি পার্টি শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সিদ্দিকী। এতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শাহজাহান মল্লিক, জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম এ খালেক প্রমুখ বক্তব্য দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ
আগামীকাল শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর ঐতিহাসিক এই মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি বিএনপিকে।
প্রায় দেড় দশক সময় পর এই মাঠে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সর্বশেষ ২০০৮ সালে ফতুল্লা ডিআইটি মাঠে বেগম খালেদা জিয়া নির্বাচনী জনসভায় ফতুল্লা ডিআইটি মাঠের জনসভায় এসেছিলেন। সেটাই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির যে কোন পর্যায়ের সমাবেশ।
আগামীকাল শনিবার বিকেল তিনটায় ফতুল্লা থানার ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশকে ঘিরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।