আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে আর কোনো দিন শেখ হাসিনার স্থান হবে না। এ দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও শেখ পরিবারের কাউকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

আজ রোববার বিকেলে শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। এবি পার্টি শেরপুর জেলা শাখা এ জনসভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, ‘যদি শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মাফিয়ারা বাংলাদেশকে দখল করার ষড়যন্ত্র করে, তবে আবার নতুন করে লড়াই হবে। আমরা সবাই বুক পেতে দিয়ে আবু সাঈদ হয়ে যাব, মুগ্ধ হয়ে যাব, আমরা সবাই রাফিদের মতো রক্ত দিয়ে নতুন করে লাল–সবুজের পতাকাকে স্বাধীন রাখব ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ গত ১৬ বছরে দুর্নীতি, লুটপাট আর চাঁদাবাজির মাধ্যমে যে অপশাসন কায়েম করেছিল, সে রকম চিন্তা নিয়ে এখন কেউ কেউ চাঁদাবাজি ও নানা ধরনের দুর্নীতি করছেন। তাঁরা ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছেন। তাঁরা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেন, তাঁদের পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। ক্ষমতার মসনদে বসার স্বপ্ন তাঁদের কোনো দিন পূরণ হবে না।

আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, এই নতুন স্বাধীন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য এবি পার্টি লড়াই–সংগ্রাম করে যাবে। এবি পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে পরিচ্ছন্ন রাজনীতিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন এবি পার্টি শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সিদ্দিকী। এতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শাহজাহান মল্লিক, জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম এ খালেক প্রমুখ বক্তব্য দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত আওয় ম

এছাড়াও পড়ুন:

প্রতিপক্ষের হামলায় ছাত্রদল আহ্বায়কসহ ১০ জন আহত

পটুয়াখালীর বাউফলে বিএনপির সাবেক এমপির জনসভার পোস্টার লাগাতে গেলে ছাত্রদলের নেতাকর্মীর ওপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে আজ শনিবার বাউফল পাবলিক মাঠে জনসভা করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। বৃহস্পতিবার নাজিরপুর এলাকায় তাঁর সমর্থক ছাত্রদলের রাকিব পোস্টার লাগাতে যান। এতে বাধা দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলার সাবেক সভাপতি ফারুক আহমেদ তালুকদার সমর্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন। রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক ফাহাদসহ ১০-১২ জন নেতাকর্মী নাজিরপুর গ্রামে ফের পোস্টার লাগাতে গেলে তাদের ওপর হামলা চালান এনায়েতের সমর্থক নেতাকর্মী। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। 

হামলায় আহত অন্যরা হলেন– রেদোয়ান, সাজিদ, অন্তর, কাওছার, আল আমিন, রাতুল, রাকিব ও ইলিয়াছ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদ বলেন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য এনায়েত হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা। 

বিএনপি নেতা এনায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ফাহাদ ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে এলাকায় ঢুকে লোকজনের ওপর হামলা চালিয়েছেন। তখন তাঁর লোকজন আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে: নুরুল হক
  • সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-নদী দখলের প্রতিযোগিতা চলছে: আসাদুজ্জামান ফুয়াদ
  • ৬৪ জেলায় জনসভা করবে বিএনপি
  • তিন দশক পর দিল্লির মসনদে বসছে বিজেপি 
  • প্রতিপক্ষের হামলায় ছাত্রদল আহ্বায়কসহ ১০ জন আহত