রোহিতের রানে ফেরার ম্যাচে ৩০৪ টপকে জয় ভারতের
Published: 9th, February 2025 GMT
ব্যাটে রান নেই, তাই বিষম চাপে ছিলেন রোহিত শর্মা। কটকে আজ এমন চাপ নিয়েই কী ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক। তাঁর ৯০ বলের ১১৯ রানের সৌজন্যে সিরিজের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫রানে লক্ষ্য ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়ে স্বাগতিকেরা।
একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ দল সাজিয়েছিল ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ৩৩ বছর বয়সী বরুণের। আর বিরাট কোহলিকে একাদশে ঢোকেন যশস্বী জয়সোয়ালের জায়গায়।
জয়সোয়ালের বদলে আজ ইনিংস উদ্বোধন করেন শুবমান গিল। অধিনায়ক রোহিতকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার
রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রধান সড়ক সংলগ্ন গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ার চিতাখোলা থেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। স্থানীয় এলাকাবাসী এবং পথচারীরা জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হাতির শাবকটি রাজস্থলীর প্রধান সড়কের পাশের একটি খাদে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মো. হাসান জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে খবর দেয়। এরপর বনবিভাগের একটি টিম মুমূর্ষু অবস্থায় সেটিকে উদ্ধার করেছে।
রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টা পর সিদ্ধান্ত হবে, শাবকটিকে কোথায় রাখা হবে।
আরো পড়ুন:
টেকনাফের পাহাড়ে আবারো বন্যহাতির মৃত্যু
টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের সময় হাতির মৃত্যু
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, গতকাল (রবিবার) থেকে ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডব চলছে। বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে। বন বিভাগের আইন অনুযায়ী শাবকটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাতির শাবককে কেন্দ্র করে পথচারী এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, যেহেতু হাতির শাবকটি এখানে পড়ে রয়েছে, সেহেতু এই হাতির মা যেকোনো সময় আবার আসতে পারে।
তারা আরো জানান, রবিবার হাতির একটি দল এলাকায় আসলে এলাকাবাসী তাদের তাড়ানোর জন্য নিজেদের বাগানে আগুন দেয়। ফলে হাতির দলটি ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিকে ছুটোছুটি করার কারণে হয়ত শাবকটি তার মায়ের সঙ্গে চলে যেতে পারেনি।
ঢাকা/শংকর/বকুল