ব্যাটে রান নেই, তাই বিষম চাপে ছিলেন রোহিত শর্মা। কটকে আজ এমন চাপ নিয়েই কী ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক। তাঁর ৯০ বলের ১১৯ রানের সৌজন্যে সিরিজের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫রানে লক্ষ্য ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়ে স্বাগতিকেরা।

একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ দল সাজিয়েছিল ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ৩৩ বছর বয়সী বরুণের। আর বিরাট কোহলিকে একাদশে ঢোকেন যশস্বী জয়সোয়ালের জায়গায়।

জয়সোয়ালের বদলে আজ ইনিংস উদ্বোধন করেন শুবমান গিল। অধিনায়ক রোহিতকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬.

৪ ওভারেই ১৩৬ রান এনে দেওয়া গিল করেছেন ৫২ বলে ৬০ রান। গিলের বিদায়ের পর উইকেটে আসা কোহলি টিকেছেন ৮ বল, করেছেন ৫ রান।

টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন শুবমান গিল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৭ বছর পর চুয়েট ছাত্রলীগের ছয় নেতার নামে মামলা

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে মারধর, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক ৬ নেতাকে আসামি করা হয়েছে। ঘটনার সাত বছর পর মামলা দুটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল আহসান। 

রাউজান থানায় ওই মামলায় আসামিরা হলেন– চুয়েটের তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের, সাখাওয়াত হোসেন, অতনু মুখার্জি, নিলয় দে, মেহেদী হাসান ফরহাদ ও মোহাম্মদ ফখরুল হাসান ফাহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। 

জামিল সমকালকে বলেন, নির্যাতন শেষে বাকের বলেছিল, হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকবে। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল ওই নির্যাতনের জন্য তাদের কখনও জবাবদিহি করতে হবে না। এজন্যই মামলাটি করেছি। 

মামলায় কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি মাহমুদুল। তিনি বলেন, ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে আমার জীবনে।

সম্পর্কিত নিবন্ধ