সংবর্ধনা অনুষ্ঠানে হাতাহাতির দুই দিন পর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ
Published: 9th, February 2025 GMT
এক কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের হাতাহাতির জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে শহীদ শামসুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুরে আব্দুল জব্বার মোড়ে শতাধিক শিক্ষার্থী ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বঙ্গবন্ধু হলের রায়হান নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেসন নামের একটি কৃষি গুচ্ছ কোচিং প্রতিষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে ঘটনার সূত্রপাত হয়। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেখানে প্রায় পাঁচ শ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চে উঠলে শামসুল হক হলের শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে শামসুল হক হলের শিক্ষার্থীরা মঞ্চে উঠলে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থীরাও একই ধরনের স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে আয়োজকেরা পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষার্থীদের হলে ফেরত পাঠান।
শিক্ষার্থীরা জানান, ওই ঘটনার জেরে রোববার দুপুরে শামসুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মেসন কোচিং সেন্টারের পরিচালক ও কৃষি অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আমরা সংবর্ধনা অনুষ্ঠানের দিনই পরিস্থিতি শান্ত করে দিয়েছিলাম। আজকের সংঘর্ষের সঙ্গে মেসনের সংবর্ধনা অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এটি একেবারেই ব্যক্তিগত ও হলকেন্দ্রিক ঘটনা।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হল র শ ক ষ র থ র শ খ ম জ ব হল র দ ই হল র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার
রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রধান সড়ক সংলগ্ন গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ার চিতাখোলা থেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। স্থানীয় এলাকাবাসী এবং পথচারীরা জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হাতির শাবকটি রাজস্থলীর প্রধান সড়কের পাশের একটি খাদে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মো. হাসান জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে খবর দেয়। এরপর বনবিভাগের একটি টিম মুমূর্ষু অবস্থায় সেটিকে উদ্ধার করেছে।
রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টা পর সিদ্ধান্ত হবে, শাবকটিকে কোথায় রাখা হবে।
আরো পড়ুন:
টেকনাফের পাহাড়ে আবারো বন্যহাতির মৃত্যু
টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের সময় হাতির মৃত্যু
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, গতকাল (রবিবার) থেকে ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডব চলছে। বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে। বন বিভাগের আইন অনুযায়ী শাবকটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাতির শাবককে কেন্দ্র করে পথচারী এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, যেহেতু হাতির শাবকটি এখানে পড়ে রয়েছে, সেহেতু এই হাতির মা যেকোনো সময় আবার আসতে পারে।
তারা আরো জানান, রবিবার হাতির একটি দল এলাকায় আসলে এলাকাবাসী তাদের তাড়ানোর জন্য নিজেদের বাগানে আগুন দেয়। ফলে হাতির দলটি ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিকে ছুটোছুটি করার কারণে হয়ত শাবকটি তার মায়ের সঙ্গে চলে যেতে পারেনি।
ঢাকা/শংকর/বকুল