ডেভিড মালানের পরিচয় তখন কাউন্টি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে খেলেন মিডলেক্সে। ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০১৩-২০১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এলেন প্রাইম দোলেশ্বরে। পেস বোলিংয়ে দারুণ খেললেও স্পিনে ছিলেন দুর্বল। প্রিমিয়ার লিগের ওই আসর খেলে মালান শিখে যান স্পিন কিভাবে খেলতে হয়।

শুধু সেবারই নয়, মালান পরবর্তী আসরেও খেলেছিলেন প্রাইম দোলেশ্বরের হয়ে। উপমহাদেশের কন্ডিশনে নিজের খেলার উন্নতির জন্য ঢাকা লিগের প্রতি মালান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সব সময়ই।

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিছুদিন আগে ‘উদ্ভট’ মন্তব্য করেছিলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার পারভেজ রসুল, ‘‘আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা বেশি।’’ মালানের ঢাকা লিগের প্রতি কৃতজ্ঞতা কিংবা পারভেজ রসুলের মন্তব্য এমনি এমনিই আসেনি। ঢাকা লিগের উত্তেজনা, রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বীতা এতোটাই বেশি ছিল যে এই লিগের গুণগান করেছেন সব বিদেশি ক্রিকেটাররা।

আরো পড়ুন:

বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট

টিভিতে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগ 

লিগে বড় আমেজ থাকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। একটা সময়ে তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেত। আর শেষ কয়েক বছরে ঢাকার ক্লাব ক্রিকেটে একজন বিদেশি অংশগ্রহণের সুযোগ পেত। 

প্রতিযোগিতার গত আসর থেকে বিদেশি ক্রিকেটারকে খেলানোর রীতি বাদ দিয়েছে সিসিডিএম। এবারও সেই একই সিদ্ধান্তে অটল আয়োজকরা। জানা গেছে, ক্লাবগুলোর চাওয়ার প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্ত সিসিডিএমের। তাতে সব আলো থাকছে স্থানীয় ক্রিকেটারদের ওপর।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ৩ মার্চ মাঠে গড়াবে। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব নিয়ে তিন ভেন্যুতে হবে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা। এজন্য দলবদল হবে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি। সিসিডিএমের সমন্বয়ক মহিউদ্দিন বিল্লাহ রাসেল রাইজিংবিডি ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা সেই সময়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশের বাইরে থাকবেন। তারা এরই মধ্যে দলবদল করে ফেলেছেন বলে খবর। কেবল তাদের দলবদলের ফর্ম সিসিডিএমকে জমা দেবে ক্লাব কর্তৃপক্ষ।

তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ আগের থেকেই আছেন এই দলে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর হয়ে। আবাহনী শেষ কয়েক বছর ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। দেশের ক্ষমতার পালাবদলে দলটি সেই অবস্থায় নেই। লিটন, তাসকিন, তানজিম সাকিব, তানভীর ইসলামরা এরই মধ্যে নতুন দল নিশ্চিত করেছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

এমবাপ্পের ‘গোপন’ বিষয় জানাতে বই লিখছেন ক্যাম্পোস

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন এক সত্য উন্মোচনের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর তার দলবদলের নেপথ্য কাহিনী, ক্লাবের অভ্যন্তরীণ সংকট ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চলেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস। জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ক্যাম্পোস একটি বই লিখছেন যেখানে তিনি সবকিছু খোলাসা করবেন বলে জানিয়েছেন। বইটিতে ক্যাম্পোস নিজের দায়িত্বকালীন অভিজ্ঞতা, দলবদলের কৌশল এবং ক্লাব পরিচালনার নানান অজানা দিক তুলে ধরবেন।

মোনাকো থেকে পিএসজি, দুই ক্লাবেই এমবাপ্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্যাম্পোসের। ২০২৩ সালের গ্রীষ্মে ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কের পর যখন এমবাপ্পে পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে, তখন তিনিই ছিলেন তার পাশে। সেই সময় এমবাপ্পে বলেছিলেন, ‘লুইস ক্যাম্পোস আর কোচ লুইস এনরিক না থাকলে আমি পিএসজির হয়ে আর খেলতাম না।’

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। তার এই বিদায়ের নেপথ্য গল্প নিয়েও ক্যাম্পোস মুখ খুলবেন বইটিতে এমনটাই ধারণা ফুটবল বিশ্লেষকদের।

মোনাকোতে থাকাকালীনই ক্যাম্পোস নজর কাড়েন তরুণ প্রতিভা তুলে আনার দক্ষতায়। তার গড়া দল ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতে। এরপর লিলে গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, রাফায়েল লেয়াও, নিকোলাস পেপের মতো খেলোয়াড়দের কিনে বিশাল মুনাফায় বিক্রি করে খ্যাতি কুড়ান। সেই ধারাবাহিকতায় পিএসজিকেও নতুন রূপ দিয়েছেন তিনি।

তবে পিএসজির সঙ্গে ক্যাম্পোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। নতুন করে চুক্তি স্বাক্ষর না হওয়ায় গুঞ্জন উঠেছে, তিনি অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকার গুঞ্জন ছিল, যদিও ওই পদে এখন ইতালিয়ান আন্দ্রেয়া বের্তা নিয়োগ পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের ‘গোপন’ বিষয় জানাতে বই লিখছেন ক্যাম্পোস