এড. তৈমুর আলম খন্দকার, এটিএম কামালসহ অনেকের নাম উল্লেখ করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সামন্য লোভ লালসার মোহে কিংবা ভয়ে ওসমান পরিবারের খপ্পড়ে পড়ে নারায়ণগঞ্জ থেকে বিএনপির অনেক নেতা হারিয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে তাদের অনেক নেতৃত্ব। অথচ দলের জন্য তাদের বহু ত্যাগ ও অবদান ছিল। তাই তাদের মত ভুল করা যাবে না।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে, জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

এ সময় মামুন মাহমুদ আরও বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার গঠন হলো। বহু বড় বড় সন্ত্রাসী জেল থেকে বের হয়ে গেলে। অথচ এখনো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে পারেননি। তাই যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরে না আসবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবনা।

আমাদের প্রয়োজন সুশৃঙ্খল হওয়া। সুশৃঙ্খলভাবে দলীয় শৃঙ্খলা টিক রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা দেশকে ভালোবেসেছি দেশে রয়েছি। যারা দেশকে ভালোবাসেননি সম্পদকে ভালোবেসেছেন তারা সম্পদ ফেলে দেশ ছেড়ে পালিয়েছে। 

তিনি বলেন, আমাদের দাবি এখনো পুরন হয়নি। অন্তর্র্বতী সরকারের ৬ মাস গত হয়েছে। এখনো নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হয়নি। অথচ এ সরকারের কাজ হলো অবাদ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহমদ টুটুল, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মণ্টু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর,বাংলাদেশ জাতীয়য়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জাকারিয়া ও সদস্য সচিব মাওলানা হাবিব এহসানী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ জেলার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ওসম ন ব এনপ র সদস য সরক র রহম ন

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মিজান নামের একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে আদালতের নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জয় থানায় মামলা রুজু হয় বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার আসামীরা হলো-১। শামীম ওসমান (এমপি) নারায়ণগঞ্জ-৫ আসন, পিতা-মৃত সামসুজ্জোহা, সাং-১৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ। ২। অয়ন ওসমান, পিতা- শামীম ওসমান, সাং- ১৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ। ৩। আজমেরী ওসমান (৪৫), পিতা- মৃতঃ নাছিম ওসমান, সাং- ১৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়নগঞ্জ। ৪। গোলাম দস্তগীর গাজী, এমপি, নারায়ণগঞ্জ-১ আসন, পিতা- অজ্ঞাত, সাং- তারাব, ৫। গোলাম মর্তুজা পাপ্পা, সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, 
৬। আওলাদ হোসেন বাদল, সভাপতি- তারাব পৌরসভা ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং-তারাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ৭। মনির খান সুমেল, সাধারণ সম্পাদক- তারাব পৌরসভা ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং-রূপসী, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ৮। মহাসিন ভূইয়া, সাবেক সহ-সভাপতি- তারাব পৌরসভা যুবলীগ, পিতা-মৃত রফিজ উদ্দিন ভূইয়া, সাং- যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ৯।  মোঃ মাহমুদুল হাসান সিয়াম (৩৫), তারাব পৌর যুবলীগ, পিতা- মাহবুবুর রহমান খান, সাং- যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।  ১০।  আব্দুল্লাহ খান (৩৩), তারাব পৌর যুবলীগ, পিতা- হাজী আব্দুল দাইয়ান খান, সাং-যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জেলা- ১১। মাহবুবুর রহমান মেহের (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, সাং- তারাব, থানা- রূপগঞ্জ, ১২। রাব্বি (৩১), তারাব পৌর যুবলীগ, পিতা-মোজাম্মেল হোসেন মুজা, সাং- যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ১৩। রায়হান কবীর সুমন (৪০), পিতা- জাহাঙ্গীর কবির ভূঁইয়া, সাং- খাদুন, তারাব পৌরসভার ৫নং ওয়ার্ড, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।  ১৪। মোঃ রাকিব মিয়া, পিতা- দুলাল মিয়া, সাং-মৈকুলি, তারাব পৌরসবার ৫ নং ওয়ার্ড, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ১৫।  আল আমিন (২৪), পিতা- কাসেম ড্রাইভার, সহ-সভাপতি, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ তারাব পৌরসভা, সাং- যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ১৬।  তৌহিদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আঃ লতিফ খান, সাং- তারাব দক্ষিনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ১৭। ফয়সাল কানন (২৭), যুগ্ম সাধারণ সম্পাদক, তারাব পৌরসভা ছাত্রলীগ, সাং-নোয়াপাড়া, ৭নং ওয়ার্ড, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১৮। ফাহিম ভূইয়া, ১৯।  নাইম ভূইয়া, উভয় পিতা- ইসমাইল ভূইয়া, উভয় সাং- কর্ণগোপ, তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।  ২০।  কাসেম ভূইয়া,  ২১।  রিফাত ভূইয়া, উভয় পিতা- মানিক ভূইয়া, সাং- কর্ণগোপ, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। ২২। মহিউদ্দিন (৪৫), আওয়ামীলীগ নেতা, পিতা-মৃত মালেক, সাং- বটতলা, বারপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। ২৩। আমজাদ হোসেন (৩৫), যুবলীগ নেতা, পিতা-মৃত ফজলুল হক, সাং- হালুয়াপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। ২৪ । মোঃ শাহজালাল (৪০), স্বেচ্ছাসেবকলীগ নেতা, পিতা- হাজী তোফাজ্জল, সাং-কাঁচপুর নয়াবাড়ী, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ২৫। সানজিদ হাসান (২৭), ছাত্রলীগ নেতা, পিতা- মোঃ শরীফ হোসেন, সাং- কাঁচপুর, নয়াবাড়ী, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ২৬। বিপ্লব (২৯), যুবলীগ নেতা, পিতা- মোঃ মনির হোসেন, সাং- কাঁচপুর নয়াবাড়ী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। ২৭। রাজীব (২৮), পিতা- তালেব, সাং- কাঁচপুর নয়াবাড়ী, থানা- সোনারগাঁ, নারায়ণগঞ্জ। জেলা- ২৮। আমান মেম্বার (৪৫), যুবলীগ নেতা, পিতা-সালাম মেম্বার, সাং- পূর্ব বেহাকৈর, কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। ২৯। মোমেন ওরফে টাইগার মোমেন (৪০), যুবলীগ নেতা, ৩০। সুমন ওরফে ডাকাত সুমন (৩৫), উভয় পিতা- আমির হোসেন, উভয় সাং- সোনাপুর, কাঁচপুর, নারায়ণগঞ্জ। থানা-সোনারগাঁ, জেলা- ৩১। লাদেন (২৩), ছাত্রলীগ নেতা, পিতা- আমান মেম্বার, সাং- পূর্ব বেহাকৈর, কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। ৩২। সুমন (৩৪), যুবলীগ নেতা, পিতা- সালাম মেম্বার, সাং- পূর্ব বেহাকৈর, কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। ৩৩।  বাপ্পি (২৫), ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, মাতা- জোহরা মেম্বারনী, সাং- পূর্ব বেহাকৈর, কাঁচপুর, নারায়ণগঞ্জ। থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ ৩৪। জাহিদ হাসান (২৬), সভাপতি- সোনারগাঁ কলেজ ছাত্রলীগ, ৩৫। মেহেদী হাসান (২২), সোনারগাঁ কলেজ ছাত্রলীগ, উভয় পিতা- জাকির হোসেন, উভয় সাং- দমদমা, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ৩৬। মাহিনুর রহমান (২৬), সাংগঠনিক সম্পাদক- সোনারগাঁও কলেজ ছাত্রলীগ, পিতা- সৈয়দ হোসেন, সাং- দমদমা, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। ৩৭। ইলিয়াস (৪০), যুবলীগ নেতা, পিতা-মৃত আবুল হোসেন, সাং- বরপা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৩৮। ফিরোজ ভূইয়া, কার্যকরী সদস্য- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, সাং- রূপসী, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। ৩৯।  আসাদুর জামান চৌধুরী (৪৭), যুবলীগ নেতা, পিতা- ফোরাক আহমেদ চৌধুরী, স্থায়ী ঠিকানা- সোনাপুর, ছাগলনাইয়া, ফেনী, এ/পি- বাসা নং- ৬৪/২ গুলবাগ, শাহজাহানপুর, ডিএমপি, ঢাকা।  ৪০।  সেকান্দার (৩৮), যুবলীগ নেতা, পিতা-মোজাম্মেল হক মুজা, সাং- তারাব, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৪১ । মোক্তার হোসেন (৪২), যুবলীগ নেতা, পিতা-মৃত আব্দুল হালিম, সাং- পশ্চিম দেওভোগ, বড় আম বাগানের পাশে, কাশিপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৪২। মশিউর রহমান মিঠু (৩৫), যুবলীগ নেতা, পিতা-মৃত শাহজাহান কন্ট্রাক্টর, সাং- পশ্চিম দেওভোগ, বড় আম বাগানের পাশে, কাশিপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। ৪৩। শামীম ভূইয়া (৪৫), যুবলীগ নেতা, পিতা-মৃত সিরাজ উদ্দিন ভূইয়া, সাং- যাত্রামুড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ৪৪ । তানভীর (৩০), পিতা- তবারক হোসেন, সাং- বরপা, তিনগ্রাম, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং অজ্ঞাতনামা ২০০/৩০০

মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে শিমরাইল মোড় অংশে ছাত্র-জনতা সড়কে অবস্থান নেয়। ওই সময় মামলার প্রধান আসামি শামীম ওসমানসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন।

পরে ১১ থেকে ৪৩ নম্বর আসামিরা একত্রিত হয়ে আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করেন।

ওইসময় ঘটনাস্থলে থাকা মিজানের পায়ে গুলি লাগে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। ৬ আগস্টে ভিকটিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবসা করা হয়।

এরপর ৮ আগস্ট থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন তিনি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা
  • ধর্ষণ ইস্যুতে শহরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাব’র দু:খ প্রকাশ
  • ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
  • বন্দরে পোশাক তৈরি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)