কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শনিবার রাতে রামু থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছে বন বিভাগ।

অভিযোগে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বড় ডেবা এলাকায় বন বিট অফিসের সামনে জনসমক্ষে বাহাদুর বলেন, বনভূমিতে কোনো ধরনের অবৈধ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিলে এলাকাবাসীকে নিয়ে ইউনিয়নের সব বন অফিস পুড়িয়ে দেওয়া হবে। সব বন বিট উচ্ছেদ করা হবে।

বাদী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এবং রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.

অভিউজ্জামান সমকালকে বলেন, ওই নেতার হুমকির পর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সবাই নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। এ জন্য রাজারকুল রেঞ্জের সবার পক্ষে জিডি করেছেন।

শাহেদুজ্জামান বাহাদুর বলেন, বনভূমিতে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নির্মাণ করলে কিংবা পাহাড় কাটলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ সাধারণ মানুষ একটা ঘর নির্মাণ করলেই ভেঙে দেয়। এ জন্য ওই বক্তব্য দিয়েছি।

রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমেদ বলেন, বাহাদুর বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নেই। তবে আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। তিনি হুমকি দিয়েছেন কিনা, জানা নেই।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী সমকালকে বলেন, হুমকির ধরন অনুযায়ী এটা ফৌজদারি অপরাধ। তাই অনুমতির জন্য আদালতে পাঠিয়েছি। অনুমতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোট হলো না সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন নির্বাচনে

চট্টগ্রামে আমদানি-রপ্তানি কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন ৫৯ জন। গতকাল রোববার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর এদিন মনোনয়ন প্রত্যাহার করে নেন ৩০ জন। এর  ফলে ২৯টি পদে বিনা ভোটে বাকি প্রার্থীদের জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

গতকাল সন্ধ্যায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ। তিনি প্রথম আলোকে বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পদ বরাবর ২৯ জন ছাড়া বাকি ৩০ জন মনোনয়ন তুলে নেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের জয়ী ঘোষণা করা হয়।

জানা গেছে, ২৯ পদের মধ্যে সভাপতি, প্রথম সহসভাপতি, দ্বিতীয় সহসভাপতি, তৃতীয় সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, বন্দরবিষয়ক সম্পাদক এবং কাস্টমসবিষয়ক প্রথম সহসম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিকভাবে তাঁরা আগেই নির্বাচিত হয়েছিলেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা তখনো হয়নি।

বাকি ২১ পদে ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সব পদে একজন করে প্রার্থী রেখে বাকিরা সবাই মনোনয়ন প্রত্যাহার করায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।

এতে সভাপতি পদে এস এম সাইফুল আলম, প্রথম সহসভাপতি পদে মো. নুরুল আবছার, দ্বিতীয় সহসভাপতি পদে মো. সাইফুদ্দিন, তৃতীয় সহসভাপতি পদে আবু সালেহ, সাধারণ সম্পাদক পদে মো. শওকত আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. উবায়েদুল হক, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোকতার হোসাইন পাটওয়ারী, কাস্টমসবিষয়ক সম্পাদক পদে এ এস এম রেজাউল করিম, কাস্টমসবিষয়ক প্রথম সহসম্পাদক মনসুর উল আমিন এবং কাস্টমসবিষয়ক দ্বিতীয় সহসম্পাদক মো. মোরশেদুল আলম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বন্দরবিষয়ক সম্পাদক পদে রোকন উদ্দিন মাহমুদ, বন্দরবিষয়ক প্রথম সহসম্পাদক পদে লোকমান হোসেন খন্দকার, বন্দরবিষয়ক দ্বিতীয় সহসম্পাদক পদে মো. তাজুল ইসলাম, প্রযুক্তি-প্রশিক্ষণ ও আইনবিষয়ক সম্পাদক পদে এস এম ফরিদুল আলম, প্রচার ও দপ্তরবিষয়ক সম্পাদক পদে আহমাদ শহীদ উদ্দিন এবং সাংস্কৃতিক-শ্রম ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. শফিউল আজম খানের নাম ঘোষণা করা হয়েছে।

১২টি নির্বাহী সদস্য পদে মো. মনিরুল ইসলাম, মো. শওকত আকবর, মো. শাহনেওয়াজ রুমি, মো. আলমগীর হোসেন, মো. আলমগীর সরকার, মো. মেজবাহ উদ্দিন, মো. সারাফাত উল্যাহ, মো. সালাউদ্দীন, মো. গোলাম নবী, সরোয়ার আলম খান, মো. মহিবুর রহমান চৌধুরী ও আহমদ উল্লাহ তালুকদারকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজারে বিএনপি ও  যুবলীগ নেতাসহ আটক ১৩
  • ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোট হলো না সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন নির্বাচনে
  • ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
  • বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি
  • আড়াইহাজারে  জমিয়তে উলামায়ের সাথে সাংবাদিকদের মতবিনিময় 
  • ঋণের ভারে রুগ্ন তিন–চতুর্থাংশ হিমাগার 
  • শাহজাদপুরে বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • চুয়েটের হল থেকে ছাত্রলীগের ১৮ নেতা বহিষ্কার