সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানায় সাবেক পুলিশ কর্মকর্তাদের এ সংগঠন।

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাস, হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘তাঁর (বেনজীর) বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

কল্যাণ সমিতির বিবৃতিতে আরও বলা হয়, পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পাঁয়তারা করছেন বেনজীর। অনেক পুলিশ কর্মকর্তাকে তিনি আগের মতোই বিপদে ফেলে ফায়দা নিতে চান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি বিশ্বাস করে, পুলিশ আর কারও পাতানো ফাঁদে পা দেবে না।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি সাবেক ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব সাবেক পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী বিবৃতিতে তিনটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো অবিলম্বে বেনজীরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে; তাঁর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রি করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়া এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা; বেনজীর, শেখ হাসিনাসহ শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাজা নিশ্চিত করতে হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘বঞ্চিত’ ৭৬৪ জনকে প‌দোন্ন‌তি

আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্মসচিব পদে ৭২ ও উপসচিব পদে ৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে অবসরপ্রাপ্ত দেড় হাজার কর্মকর্তা। তা‌দের মধ‌্য থেকে ৭৬৪ জনকে প‌দোন্ন‌তি দি‌ল সরকার।

এর আগে, কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সুপারিশ করে ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে কমিটি।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি প্রশাসনের ৭৬৪ সাবেক কর্মকর্তার
  • ‘বঞ্চিত’ ৭৬৪ জনকে প‌দোন্ন‌তি