জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রীদের ভর্তি পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পাঁচটি শিফটে ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ছাত্রীদের নিয়ে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে মোট পাঁচটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ শিফটের পরীক্ষা বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়। আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের এ পরীক্ষায় চারটি শিফটে শুধু ছাত্ররা অংশগ্রহণ করবেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে প্রায় ৪৮ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ। এছাড়া প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ। 

ফলাফলের ব্যাপারে তিনি বলেন, “আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফলাফল জানতে পারবে।

এর আগে, ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র ও মাইক্রোবায়োলজি ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মোহাম্মদ কামরুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রমুখ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাবির সাতটি ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৮১৬টি। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের আসন সমানভাবে ৯০৮টি করে রাখা হয়েছে। ১ হাজার ৮১৬টি আসনের বিপরীতে জাবির ভর্তি পরীক্ষায় এ বছর মোট আবেদন পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদনকৃতদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৭০ জন ছাত্র ও ১ লাখ ২৭ হাজার ৯২০ জন ছাত্রী রয়েছেন। সে অনুযায়ী প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ju-admission.org এ পাওয়া যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট র পর ক ষ পর ক ষ য় উপস থ ত ইউন ট র ফল ফল

এছাড়াও পড়ুন:

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ নভেম্বর উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন নতুন বাজার এলাকায় বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু কর্মী বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

ডিবি পুলিশ ওই মামলার তদন্তের অংশ হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার  দেখায় এবং রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়। উক্ত মামলার তদন্তের ভিত্তিতে ডিবি পুলিশ সন্দেহভাজন হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জাবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটে ৮৫ ও আইবিএ-জেইউতে ৭২ শতাংশ উপস্থিতি
  • ভর্তি পরীক্ষা: যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা জাবি প্রশাসনের
  • কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 
  • জাবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২৪৫ জন
  • বিআইএফএফ-এর দেশীয় জুরির দায়িত্বে থাকছেন তারা
  • জাবিতে অতিরিক্ত মূল্য নেওয়ায় ৩ খাবারের দোকানে জরিমানা
  • জাহাঙ্গীরনগরে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, পাঁচ পালায় ছাত্রীদের পরীক্ষা, আসনপ্রতি পরীক্ষার্থী ২৮৯
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ শুরু, শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু, শিক্ষার্থীদের মানতে হবে যে যে নির্দেশনা