জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রীদের ভর্তি পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পাঁচটি শিফটে ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ছাত্রীদের নিয়ে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে মোট পাঁচটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ শিফটের পরীক্ষা বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়। আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের এ পরীক্ষায় চারটি শিফটে শুধু ছাত্ররা অংশগ্রহণ করবেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে প্রায় ৪৮ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ। এছাড়া প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ। 

ফলাফলের ব্যাপারে তিনি বলেন, “আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ফলাফল জানতে পারবে।

এর আগে, ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র ও মাইক্রোবায়োলজি ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মোহাম্মদ কামরুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রমুখ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাবির সাতটি ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৮১৬টি। এর মধ্যে ছাত্র ও ছাত্রীদের আসন সমানভাবে ৯০৮টি করে রাখা হয়েছে। ১ হাজার ৮১৬টি আসনের বিপরীতে জাবির ভর্তি পরীক্ষায় এ বছর মোট আবেদন পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদনকৃতদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৭০ জন ছাত্র ও ১ লাখ ২৭ হাজার ৯২০ জন ছাত্রী রয়েছেন। সে অনুযায়ী প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ju-admission.org এ পাওয়া যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট র পর ক ষ পর ক ষ য় উপস থ ত ইউন ট র ফল ফল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল সমতা লেদার

পুঁজিবাজারে  ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দিল কোম্পানিটি।

সোমবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ০.৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সে হিসেবে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.০৪ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২০ মার্চ
  • শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
  • ঢাকার চেয়েও আজ সকালে সিলেটের বায়ুর মান খারাপ
  • দেশে বায়ুদূষণ আরও বিস্তৃত হচ্ছে
  • ইবিতে আওয়ামীপন্থিদের অংশগ্রহণে ভর্তি কমিটির সভায় বাঁধা
  • উত্তরা ব্যাংকের পর্ষদ সভা ১৮ মার্চ
  • প্রকাশ্যে হত্যার প্ররোচনার অভিযোগে আব্বাসীর বিচার দাবি, ২২৩ বিশিষ্টজনের বিবৃতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল সমতা লেদার