আবার ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি
Published: 9th, February 2025 GMT
নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে পুনরায় এ কার্যক্রম শুরু করতে চলেছে সংস্থাটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
সংস্থাটি বলেছে, আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শিগগিরই শুরু হবে।
টিসিবি আরও জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে সংস্থাটি। মূলত আসন্ন রমজান মাস উপলক্ষে ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বল্প বিরতি দিয়ে আগামীকাল থেকে পুনরায় এ কার্যক্রম শুরু করছে টিসিবি।
ভোক্তাদের দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড
এদিকে আলাদা এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, সারা দেশে টিসিবির পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট পরিবার কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। এর বাইরে আরও ছয় লাখ স্মার্ট কার্ড তৈরির (প্রিন্টিং) কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্ড চলতি মাসেই স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হবে। এ ছাড়া চলমান কার্ড তৈরির জন্য ইতিমধ্যে ১৫ লাখ এনআইডির তথ্য (ডেটা) যাচাই করা হয়েছে।
টিসিবি জানায়, সরকার থেকে এসব স্মার্ট কার্ড বিনা মূল্যে ভোক্তাদের দেওয়া হচ্ছে। পাশাপাশি টিসিবির দায়িত্ব হচ্ছে আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে তা ভোক্তাদের কাছে পৌঁছানো। তবে কার্ড তৈরির জন্য উপকারভোগী বাছাই, তথ্য প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, কার্ড সচল করা ও পণ্য বিক্রি তদারকির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের।
এ কারণে স্মার্ট পরিবার কার্ডসংক্রান্ত সব বিষয়ে নিকটস্থ ওয়ার্ড কার্যালয় বা ইউএনও কার্যালয়ে যোগাযোগ করার জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে টিসিবি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র র জন য
এছাড়াও পড়ুন:
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বিস্তারিত আসছে..
ঢাকা/মাকসুদ/সাইফ