মার্কিন অডিও যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার পেডালসের অফিশিয়াল শিল্পী নির্বাচিত হয়েছেন ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। গতকাল শনিবার ব্যান্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ওয়াম্পলার পেডালসের আনুষ্ঠানিক শিল্পী হওয়ার বিষয়টিকে ফারুক হোসেন শুভ তাঁর জীবনের অন্যতম অর্জন মনে করছেন। নিজের নামটি ওয়াম্পলার পেডালসের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে যারপরনাই আনন্দিত এই বাংদেশি গিটারিস্ট।

ফারুক হোসেন শুভ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টানা দুই জয়ে ফাইনালে নিউ জিল্যান্ড

পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।

আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রিটজকের বিশ্বরেকর্ড ১৫০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩০৪ রান করে। জবাবে উইলিয়ামসনের অপরাজিত ১৩৩ ও ডেভন কনওয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে জয় পায় কিউইরা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ তোলেন উইল ইয়াং ও কনওয়ে। দলীয় এই রানে ইয়াং ফিরেন ১৯ করে। সেখান থেকে উইলিয়ামসন ও কনওয়ে মিলে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। কনওয়ে ও উইলিয়ামসন দুজনেই এগিয়ে চলছিলেন সেঞ্চুরির দিকে। ২৩৭ রানের মাথায় কনওয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। ৯টি চার ও ১ ছক্কায় ৯৭ রানের ইনিংস খেলে যান তিনি।

আরো পড়ুন:

অভিষেকে ১৫০ করে ব্রিটজকের বিশ্বরেকর্ড

ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন সৌম্য 

নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেল ১০ রানের বেশি করতে পারেননি। এরপর টম ল্যাথাম ফিরেন গোল্ডেন ডাক মেরে। তবে সরানো যায়নি উইলিয়ামসনকে। তিনি ১১৩ বলে ১৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১টি চার ও ১ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন গ্লেন ফিলিপস।

বল হাতে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ৮.৪ ওভারে ১ মেডেনসহ ৫০ রান দিয়ে ২টি উইকেট নেন। জুনিয়র ডালা ৮ ওভারে ৪৭ রান দিয়ে ১টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ