অন্তর্বর্তী সরকারকে আরও বিনিয়োগ আকৃষ্ট করতে এবং শিল্প বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এ জন্য ব্যবসায়ী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নযোগ্য নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ পরিপন্থি। কর ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দরকার।

শনিবার রাজধানীতে বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের (বিএলআরজেএফ) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিকেএমইএ সভাপতি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, বেশির ভাগ ব্যবসায়ী চান তাদের শ্রমিকরা ন্যায্য মজুরি পান। এটি উৎপাদন ও শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ড ক্রেতারা শুধু ট্রেড ইউনিয়নের কথা বলে। তারা যদি বাংলাদেশি পণ্যের ন্যায্য ও নৈতিক মূল্য না দেয়, তাহলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা অসম্ভব।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নীতি বাস্তবায়নের জন্য স্টেকহোল্ডার এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বা নীতিমালা তৈরি করার আহ্বান জানান বিকেএমই সভাপতি। তিনি বলেন, গত ছয় মাসে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সাবেক সরকার রপ্তানি নিয়ে ভুল তথ্য দিয়েছে। তথ্যের ভিত্তিতে এলডিসি পরিকল্পনা নিয়েছে। এলডিসি থেকে উত্তরণের এটা সঠিক সময় নয়।

মোহাম্মদ হাতেম আরও বলেন, শিল্প ইউনিটে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক।

সভায় ট্যানারি শ্রমিক ইউনিয়নের (টিডব্লিউইউ) সাধারণ সম্পাদক আবদুল মালেক উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি সাভারে অপরিকল্পিত ট্যানারি এস্টেটের সমালোচনা করেন, শিল্পের বিকাশ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মিডিয়ার সহায়তাও চেয়েছেন।

ট্যানারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ট্যানারি মালিকরা ঠিকই বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছেন। কিন্তু শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ও সুবিধা সুবিধা বাড়াতে গড়িমসি করেন। সবচেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা ট্যানারি শ্রমিকরা বেতন-ভাতার অনিশ্চয়তায় থাকেন। সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, আমরা চাই দ্রুত এ মজুরি বাস্তবায়ন হোক।

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) ডেপুটি ডিরেক্টর অব প্রোগ্রামস মাহমুদুল হাসান খান বলেন, দেশের শিল্পের বিকাশের জন্য শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানো হলে উৎপাদনও বাড়বে। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

উল্লেখ্য, বিএলআরজেএফ ২০১৫ সালে গঠিত হয়। শনিবার ঢাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ফোরামের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। বিএলআরজেএফের সভাপতি কাজী আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.

আলমগীর হোসেন বক্তব্য রাখেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন শ চ ত কর র ব যবস সরক র

এছাড়াও পড়ুন:

ভর্তুকি দিলেই যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা আসবে

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বৃদ্ধির সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শেল্‌টেক্‌ গ্রুপ ও এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ। তিনি মনে করেন, তুলার দাম বেশি হওয়ায় নগদ প্রণোদনা বা ভর্তুকি দিলেই যুক্তরাষ্ট্র থেকে বেশি হারে তুলা আসতে শুরু করবে।

ঢাকার একটি হোটেলে আজ শনিবার বাংলাদেশ অ্যাপারেলস ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত ‘ট্রাম্পের শুল্ক–পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের নতুন কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় নির্ধারিত আলোচক হিসেবে এসব কথা বলেন কুতুবুদ্দিন আহমেদ।

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা রাখার জন্য গুদাম তৈরি করা হচ্ছে। এটা ভালো বুদ্ধি। তবে যুক্তরাষ্ট্রের তুলার দাম প্রতি বেলে ৪ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় ৫ টাকা ৪০ পয়সা) করে বেশি। ব্যবসায়ীরা এ কারণেই যুক্তরাষ্ট্রের তুলা বেশি ব্যবহার করে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে অস্বাভাবিক হারে পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের জন্য এ হার করা হয়েছে ৩৭ শতাংশ। ৯ এপ্রিল চীন ছাড়া অন্য দেশগুলোর ওপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন। তবে এ সময় ন্যূনতম ১০ শতাংশ শুল্ক থাকবে।

ট্রাম্পের এমন কাজ প্রসঙ্গে কুতুবুদ্দিন আহমেদ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ভট মানুষ। মাথায় যা আসে, তা-ই করছেন। তবে বাণিজ্য–সুনামি থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিটি দোকান খালি হয়ে যাবে। দেশটির এমন কোনো দোকান নেই, যেখানে চীনা পণ্য নেই।’

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা বিভাগের (এফএএস) ‘কটন অ্যান্ড প্রোডাক্টস অ্যানুয়াল’ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বাজারে ব্রাজিল ৯ লাখ ৭০ হাজার ৪৮৭ বেল রপ্তানি করে, যা বাংলাদেশের মোট আমদানির ২০ শতাংশ। ভারত থেকে আমদানি করা হয় ৮ লাখ ৮৭ হাজার ৬০০ বেল ও অস্ট্রেলিয়া থেকে ৪ লাখ ১৬ হাজার ১৯৪ বেল। যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৮৬ হাজার ৫৬ বেল আমদানি হয়, যা মোট বাজারের ৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের কাছে গত এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এক চিঠি পাঠিয়ে বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ। এই তুলা দিয়ে বাংলাদেশে পোশাক তৈরি হয়। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে বেশি হারে তুলা আমদানির জন্য দেশে তুলা রাখার বড় আকারের গুদাম করা হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিজিএমইএর সাবেক অন্য দুই সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী ও ফারুক হাসান, বিজিএমইএর প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন; বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম ও পোশাক রপ্তানিকারক অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহিরও অনুষ্ঠানে আলোচনা করেন।

বায়লা সভাপতি আবরার এইচ সায়েমের সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের গবেষণাবিষয়ক পরিচালক সিফাত আই ইশতি।

পোশাক খাতের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণ নেতা ও উদ্যোক্তাদের নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বায়লা গঠিত হয়। গবেষণা, উদ্ভাবন ও নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাজার সম্প্রসারণ ও নতুন বাজার খোঁজার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয় এই সংগঠন। এর সদস্য হওয়ার পূর্বশর্ত হচ্ছে ৪৫ বছর বয়সের কম বয়সী উদ্যোক্তা।

বায়লার নেতৃত্বকে সাহস নিয়ে এগিয়ে চলার পরামর্শ দেন কুতুবুদ্দিন আহমেদ। তিনি বলেন, কারও সাহসের ঘাটতি থাকলে যেন তাঁর কাছে আসেন। দক্ষতা বৃদ্ধির প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি তাঁর কারখানার উদাহরণ দেন। তিনি বলেন, ‘গ্যাসের দাম যখন বাড়ানো হলো তখন দেখলাম, আমার কারখানার ওপর ৫৬ লাখ টাকার প্রভাব পড়েছে। করণীয় নির্ধারণে আমার একটা দলকে তিন দিনের সময় দিলাম। এরপর এক তরুণ গ্যাসের লাইনে ছিদ্র (লিকেজ) আছে বলে জানান। এটা বন্ধ করায় ৪৯ লাখ টাকা বেঁচে গেল।’

সম্পর্কিত নিবন্ধ

  • ৯০ দিনের সুযোগকে কাজে লাগানোর পরামর্শ ব্যবসায়ীদের
  • ভর্তুকি দিলেই যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা আসবে