বাংলাদেশ থেকে রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি (আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর কুঁড়ার তেল রপ্তানিতে শুল্ক আরোপের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস আইন ২০২৩ এর ক্ষমতাবলে কুঁড়ার তেল রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হলো। পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের কুঁড়ার তেল রপ্তানিতে এ শুল্ক আরোপ করা হবে।

আরো পড়ুন:

পাবনায় পেট্রোল পাম্পে ধর্মঘট, চালক-যাত্রীদের ভোগান্তি

জ্বালানি তেলের দাম বাড়ল

এর আগে গত ডিসেম্বরে সব ধরনের কুঁড়ার তেল রপ্তানির ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সুপারিশ করেছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কুঁড়ার তেল রপ্তানি নিয়ন্ত্রণে এ শুল্কারোপের প্রস্তাব করে সংস্থাটি।

এছাড়া কুঁড়ার তেল রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের শর্ত আরোপেরও সুপারিশ করেছিল ট্যারিফ কমিশন। এরপর গত ১৫ জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এখন থেকে অনুমতি নিয়ে রপ্তানি করতে হবে কুঁড়ার তেল।

ঢাকা/এনএফ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প

এছাড়াও পড়ুন:

যে কাজই করি না কেন ভয়ংকর বিষয়টা চলে আসে: মেহজাবীন

রোমান্টিক কাজ বরাবরই কম করেন নির্মাতা ভিকি জাহেদ। তার কাজ মানেই রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এ বছর ভালোবাসা দিবসে রোমান্টিক-থ্রিলারে ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ভিকি। নাম  ‘নীল সুখ’। যেখানে বরাবরের মতই অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

সোমবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয়েছে ‘নীল সুখ’-এর গান ও ট্রেলার। সেই সঙ্গে জানানো হয়, আগামী ১৮ ফ্রেরুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।

এসময় মেহজাবীন চৌধুরী বলেন, “ভালোবাসা দিবস উপলক্ষে আমরা অনেক কিছুই মাথায় রাখি। সেটা শুরু হয় ৭ তারিখ থেকেই। ভিন্ন ধরনের রোমান্টিক কাজ নিয়ে আসার চিন্তা থেকেই ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে কাজ করেছি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করা হলেও কয়েকদিন পর মুক্তি পাবে। কারণ, এই দিবসটি উপলক্ষে বহু কন্টেন্ট নির্মাণ হয়। সেগুলো যদি একসঙ্গে মুক্তি পায় তাহলে কোনোটাই দর্শক ভালোভাবে দেখতে পারবে না। তাই আমরা ভালোবাসা দিবসের কয়েকদিন পর মুক্তি দেওয়ার চিন্তা করেছি।’

নির্মাতা ভিকি জাহেদ কাজ মানেই রহস্য আর ভয়ংকর ঘটনা। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ। সবগুলোতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে খানিকটা মজার ছলে মেহজাবীন বলেন, ‘ভিকি জায়েদের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। যার হিসাব আমার কাছেও নেই। তিনি যে ধরনের কাজ করেন তাতে স্বাভাবিকভাবে ছুরি-চাকুর ব্যবহার থাকে। কাজ করতে করতে এই ছুরি-চাকু আমারও পছন্দের হয়ে গেছে। এখন যে কাজই করি না কেনো ঘুরেফিরে সেই ছুরি-চাকু বা ভয়ংকর বিষয় আসে। যাহোক, আজকে গান ও ট্রেলার দেখার পর দর্শক রোমান্টিক কিছুর আভাস পাবে। তবে পুরো ফিল্মে বেশ কয়েকটি লেয়ার আছে। যারা রোমান্টিক কিছু দেখতে চান তাদের এই কাজটি ভালো লাগবে। আর যারা ভিন্ন কিছু দেখতে চান তাদেরও কাজটি ভালো লাগবে।’

‘নীল সুখ’ ওয়েব ফিল্মে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তাঁরা।

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব সিনেমাটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।

ভিকি জাহেদ বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন (আহমেদ) স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।’

সম্পর্কিত নিবন্ধ