তিস্তা চুক্তি বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট করলেন ২ উপদেষ্টা
Published: 9th, February 2025 GMT
তিস্তা চুক্তি বাস্তবায়ন ও মহাপরিকল্পনার দাবিতে হাজারো মানুষ প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে অংশ নিয়েছেন গণশুনানিতে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রংপুরের কাউনিয়া রেলব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পাড়ে আয়োজিত শুনানিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। দুই উপদেষ্টা তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। এবার ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়নে শক্ত কূটনৈতিক তৎপরতা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ ২০১১ সাল থেকে ঘুরে বেড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দাবি আদায় তো করতে পারেনি, অধিকার আদায়ের কথাও বলতে পারেনি, তারা শুধু ভারতের সঙ্গে ছবি তুলেছে। তিস্তার অধিকার আদায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ।”
আরো পড়ুন:
আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষে ২ আসামি কারাগারে
রংপুরে ইফতারে পছন্দের তালিকায় ‘রুহ আফজা মাস্কাট শাহী হালুয়া’
“অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে এবার অধিকার আদায় করবে। তিস্তা ইস্যুতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের চাপ প্রয়োগ করা হবে। যতটা সম্ভব উন্নয়ন এবং তিস্তা পাড়ের মানুষের চাওয়া পূরণ করব। তিস্তা সংকট চিরতরে নিরসন করা হবে” যোগ করেন তিনি।
তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নদী ভাঙন, বন্যা ও খরার কারণে এখানকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। তবে মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা নির্ভর করবে স্থানীয়দের চাহিদার ওপর।”
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
তিনি বলেন, “চলতি বছরের ডিসেম্বরের দিকে মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। তবে, তার আগে চায়না পাওয়ার প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সরেজমিন পরিদর্শন করবে। তারা স্থানীয় ভুক্তভোগীদের মতামত মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে রূপরেখা চূড়ান্ত হবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দেশীয় পরিকল্পনার অংশ হিসেবে টেন্ডারের মাধ্যমে স্থানীয়ভাবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত ৪৫ কিলোমিটার চিহ্নিত করবে। ভাঙন রোধে জিওব্যাগ ও ব্লক দিয়ে কাজ শুরু করা হবে। যার ফলে আগামী বন্যায় ভাঙন থেকে নদী পাড়ের মানুষ কিছুটা হলেও রেহাই পাবেন বলে আশা করছি।”
গণশুনানিতে উপস্থিত হয়ে উম্মুক্ত আলোচনায় তিস্তা পাড়ের বাসিন্দারা জানান, বছরের পর বছর তারা ভয়াবহ বন্যা, নদী ভাঙন ও পানি সংকটে বিপর্যস্ত। বর্ষাকালে ভারত একতরফাভাবে পানি ছেড়ে দেয়, আর শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নেয় ফলে চাষাবাদ ও জীবিকা চরম হুমকির মুখে পড়ে। তারা দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।
এর আগে, গণশুনানিতে অংশ নিতে তিস্তা রেল ব্রিজের নিচে দুপুর থেকেই জড়ো হতে থাকেন উত্তরের নদী পাড়ের চার জেলার মানুষ। গণশুনানি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সরক র র গণশ ন ন উপদ ষ ট র জওয় ন
এছাড়াও পড়ুন:
বোয়ালমারীর বালুমহালের ইজারা বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ৩
ফরিদপুরের বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের গড়াই নদীর লংকারচর বালুমহালের ইজারা বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বুধবার রাতে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আঁধারকোঠা গ্রামের একদল যুবক আক্রমণ চালায়। এ সময় মা ফার্মেসিতে আশ্রয় নেওয়া রাসেল আহমেদের ছোট ভাই ছাত্রদলের সাবেক নেতা রবিন মোল্যার মাথা লক্ষ্য করে আঘাত করে আক্রমণকারীরা। তাদের প্রতিহত করতে গিয়ে আহত হন রিয়াজ মৃধা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রিয়াজ মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও রবিন মোল্যা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা মিরাজ মৃধা বলেন, রাসেলের সঙ্গে জুয়েল বিশ্বাসের দেনাপাওনা নিয়ে ফোনে কথা-কাটাকাটি হয়, পরে সমঝোতার জন্য আমার ফার্মেসিতে আসেন জুয়েল। কথা বলার সময় তার কোমরে একটি ধারাল অস্ত্র দেখে লোকজন তা কেড়ে নেয়। এ সময় তিনি পালিয়ে গিয়ে কিছু সময় পর ২৫ থেকে ৩০ জনকে নিয়ে আমার ফার্মেসিতে এসে হামলা চালায়।
গত ২৬ ফেব্রুয়ারি ১৯টি সিডিউল বিক্রি হলেও সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুলের সহায়তায় মাত্র একটি সিডিউল জমার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বালুমহাল ইজারা পান বোয়ালমারী যুবলীগের সদস্য মেসার্স রবিউল ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম। এই বালুমহাল ইজারার ১৯ জন সিডিউল ক্রেতার সঙ্গে কৃষকদল সহ-সভাপতি খন্দকার নাসিরুলের নেতৃত্বে ইজারা দরপত্র (নিকো) বোর্ড করে একটি সিডিউল জমার মাধ্যমে রবিউলকে কাজ পাইয়ে দেওয়া হয়। বাকি ১৮ জন ঠিকাদারকে ৪৫ হাজার টাকা করে নিকোর টাকা নির্ধারণ করা হয়। দৈনিক সমকাল পত্রিকায় এ বিষয়ে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় বালুমহালের ইজারা পেলেন যুবলীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
৬ ফেব্রুয়ারি তিনটি বালুমহালের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক। এগুলো বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গায়। লংকারচর মহালের সরকারি মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ২০ লাখ ৭৩ হাজার ৪১৮ টাকা। ঘোষপুর ইউনিয়নে গড়াই নদীর এ মহালের আয়তন ৭৪ হাজার ১৪৭ একর। ৩৬ লাখ টাকা বেশি দিয়ে ইজারা নেন রবিউল।
স্থানীয় এক সিডিউল ক্রেতা (নাম প্রকাশে অনিচ্ছুক ও ডিসির কাছে দেওয়া অভিযোগকারী) জানান, ১৯টি দরপত্র বিক্রি হলেও ১৫ দরপত্র দাতাদের মাঝে এবং কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুলের সমঝোতার ভিত্তিতে গোপন নিলাম ডাকের মাধ্যমে কেনাবেচা হয়। সমঝোতার ভিত্তিতে দরপত্র দাতাদের মাঝে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করা হয়। ভাগাভাগির টাকা বণ্টনের দায়িত্ব দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের ওপর। তবে জুয়েল বিশ্বাস নামে একজন দরপত্র ক্রেতা অভিযোগ করেন তার পাওনা টাকা না দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। এ নিয়ে বুধবার রাতে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে মা ফার্মেসি মার্কেট চত্বরে সালিশ বৈঠকে বসেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, বিএনপি নেতা মহসিন আলম চান, মিরাজ মৃধাসহ স্থানীয়রা।
বৈঠক শুনানির সময় দরপত্র দাতা আঁধারকোঠা গ্রামের মঈনুদ্দিন বিশ্বাসের ছেলে জামায়াতে কর্মী জুয়েল বিশ্বাসের কোমরে থাকা একটি দেশীয় অস্ত্র দেখে ফেলে লোকজন। এ সময় অস্ত্র উদ্ধার করতে গিয়ে জুয়েল বিশ্বাসের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। পরে জুয়েলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে মা ফার্মেসিতে আক্রমণ চালায়। এতে রবিন মোল্যা ও রিয়াজ মৃধা আহত হন।
জুয়েল বিশ্বাস জানান, বালুমহালের নিকোর ৪৫ হাজার টাকা জমা ছিল রাসেল আহমেদ ও মিরাজ মৃধার কাছে। সেই টাকা চাওয়ায় আমাকে মা ফার্মেসিতে ডেকে নেয় রাসেল আহমেদ। সেখানে গেলে তারা টাকা না দিয়ে টালবাহানা করে এবং আমার উপর আক্রমণ চালায়। খবর পেয়ে আমার গ্রামের লোকজন আমাকে উদ্ধার করতে ছুটে আসে। সেখানে রাসেল আহমেদের ভাই রবিন আঘাত পান।
এ বিষয়ে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বলেন, জামায়াতে ইসলামীর কর্মী জুয়েল বিশ্বাস আমার কাছে চাঁদা দাবি করে। এ বিষয়ে জানতে মহসিন আলম চান ও মিরাজ মৃধা তাকে ডাকলে তিনি পরিকল্পনা করে আমাকে হত্যার উদ্দেশ্যে কোমরে অস্ত্র নিয়ে আসেন। লোকজন তা দেখে কেড়ে নিলে আগে থেকে ওঁতপেতে থাকা তার পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।