তিস্তা চুক্তি বাস্তবায়ন ও মহাপরিকল্পনার দাবিতে হাজারো মানুষ প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে অংশ নিয়েছেন গণশুনানিতে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রংপুরের কাউনিয়া রেলব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পাড়ে আয়োজিত শুনানিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। দুই উপদেষ্টা তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। এবার ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়নে শক্ত কূটনৈতিক তৎপরতা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, ‍“তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ ২০১১ সাল থেকে ঘুরে বেড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দাবি আদায় তো করতে পারেনি, অধিকার আদায়ের কথাও বলতে পারেনি, তারা শুধু ভারতের সঙ্গে ছবি তুলেছে। তিস্তার অধিকার আদায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ।”

আরো পড়ুন:

আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষে ২ আসামি কারাগারে 

রংপুরে ইফতারে পছন্দের তালিকায় ‘রুহ আফজা মাস্কাট শাহী হালুয়া’

“অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে এবার অধিকার আদায় করবে। তিস্তা ইস্যুতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের চাপ প্রয়োগ করা হবে। যতটা সম্ভব উন্নয়ন এবং তিস্তা পাড়ের মানুষের চাওয়া পূরণ করব। তিস্তা সংকট চিরতরে নিরসন করা হবে” যোগ করেন তিনি।

তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নদী ভাঙন, বন্যা ও খরার কারণে এখানকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। তবে মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা নির্ভর করবে স্থানীয়দের চাহিদার ওপর।”

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তিনি বলেন, “চলতি বছরের ডিসেম্বরের দিকে মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। তবে, তার আগে চায়না পাওয়ার প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সরেজমিন পরিদর্শন করবে। তারা স্থানীয় ভুক্তভোগীদের মতামত মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে রূপরেখা চূড়ান্ত হবে।” 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দেশীয় পরিকল্পনার অংশ হিসেবে টেন্ডারের মাধ্যমে স্থানীয়ভাবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত ৪৫ কিলোমিটার চিহ্নিত করবে। ভাঙন রোধে জিওব্যাগ ও ব্লক দিয়ে কাজ শুরু করা হবে। যার ফলে আগামী বন্যায় ভাঙন থেকে নদী পাড়ের মানুষ কিছুটা হলেও রেহাই পাবেন বলে আশা করছি।”

গণশুনানিতে উপস্থিত হয়ে উম্মুক্ত আলোচনায় তিস্তা পাড়ের বাসিন্দারা জানান, বছরের পর বছর তারা ভয়াবহ বন্যা, নদী ভাঙন ও পানি সংকটে বিপর্যস্ত। বর্ষাকালে ভারত একতরফাভাবে পানি ছেড়ে দেয়, আর শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নেয় ফলে চাষাবাদ ও জীবিকা চরম হুমকির মুখে পড়ে। তারা দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।

এর আগে, গণশুনানিতে অংশ নিতে তিস্তা রেল ব্রিজের নিচে দুপুর থেকেই জড়ো হতে থাকেন উত্তরের নদী পাড়ের চার জেলার মানুষ। গণশুনানি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সরক র র গণশ ন ন উপদ ষ ট র জওয় ন

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় গার্মেন্ট কর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ভাগনে ও ভাতিজাকে আটকে রেখে এক পোশাক শ্রমিক (৪০) কে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।  

অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭), ফয়সাল ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান। পুলিশ মামলার সূত্রধরে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজন শরীফ ও মিজানকে গ্রেপ্তার করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিধবা ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গে ভাগনে ও ভাতিজাও থাকত। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী এবং মিজান একজন ভাড়াটিয়া।

রবিবার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই অভিযুক্তরা বাসায় প্রবেশ করে। পরে শরীফ ও ফয়সাল ওই নারীকে রান্নাঘরে আটকে রেখে ধর্ষণ করে, আর মিজান তার ভাগনে ও ভাতিজাকে আটকে রাখে। ঘটনার পর তারা সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ