বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ
Published: 9th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা’ আজ রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় এই বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে জুলাই আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে ছয় ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রসমাজ। আজ রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস সড়কের একটি ভবনে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেওয়া হয়। সেই সঙ্গে এই কমিটি তৈরির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের পদত্যাগ দাবি করেন তাঁরা। এ সময় সেখানে উপস্থিত নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া প্রায় ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুনতাসির হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই বিপ্লবে সারা দেশের মতো সিরাজগঞ্জের ছাত্র–জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। তবে দুঃখের সঙ্গে আমরা লক্ষ করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের কমিটি গঠন করেছে। আরও উদ্বেগের বিষয়, এ কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে, যাঁরা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। যে কারণে আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’
শনিবার দিবাগত রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক পত্রে আগামী ছয় মাসের জন্য ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এর পর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
পাঁচ প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস, কারণ দর্শানোর নোটিশ
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয়পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ মিলেছে।’
অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
সচিব বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছেকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলেও তিনি জানান।