Risingbd:
2025-02-10@14:05:30 GMT

শিশু চুরি, ২ দিনেও খোঁজ মেলেনি

Published: 9th, February 2025 GMT

শিশু চুরি, ২ দিনেও খোঁজ মেলেনি

কুষ্টিয়ার দৌলতপুরে বাসা থেকে নিখোঁজ শিশু বিজয় (১ মাস) হোসেনের দুই দিনেও সন্ধান মেলেনি।

শিশুটির মায়ের অভিযোগ, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজয়কে প্রতিবেশী সেজে এক নারী বাসা থেকে নিয়ে পালিয়ে যান। তবে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পাকুড়িয়া গ্রামের বাবুল হোসেন বাবু ও সোনিয়া দম্পতির সন্তান বিজয় হোসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে শিশুটি চুরি হয় বলে ওই দিন বিকেলে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। এরপর থেকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

শিশুটিকে উদ্ধারের দায়িত্বে থাকা দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা বলেন, ‘‘এখন পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করছি।”

পুলিশ ও শিশুর পরিবারের লোকজন জানিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়কে ঘরের বারান্দায় শুইয়ে রেখে তার মা সোনিয়া খাতুন গোসল করতে যান। এসময় প্রতিবেশী সেজে একজন নারী এসে শিশুটিকে আদর করার কথা বলে নিয়ে যান। পরে শিশুটির আর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শিশুর বাবা বাবুল হোসেন বাবু বলেন, “ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে দেখি বাসায় বাচ্চা নেই। প্রতিবেশী সেজে এক নারী এসে বাচ্চাকে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাকে পাওয়া যায়নি।”

নিখোঁজ শিশুর মা সোনিয়া খাতুন বলেন, “বাচ্চার গোসল ও খাওয়ানো শেষ করে বারান্দায় শুইয়ে রেখে বাড়ির টিউবওয়েলে গোসল করছিলাম। এসময় প্রতিবেশী সেজে এক নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির বাইরে নিয়ে যান। পরে তিনি আর ফেরত আসেননি।”

খবর পেয়ে শনিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “বাচ্চাটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। শিশুটির বাবা বাবু হোসেনের দুজন স্ত্রী। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারব।”

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ

আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাষাড়াস্থ মেট্রো হলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেট্রো হলের সামনে এসে শেষ হয়।

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা শ্লোগান দেয়,একটা একটা লীগ ধর, 'ধইরা ধইরা জেলে ভর' আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের চামড়া তুলে নিবো আমরা'। 

এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা।

মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আপনারা কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না। নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা তৎপর রয়েছেন। আওয়ামী লীগের এসব কর্মকান্ডকে কঠোর হাতে প্রতিরোধ করবে জিয়া মঞ্চ।

এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো: আলীনূর হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল, মো: লিখন মন্ডল, নারায়ণগঞ্জ সদর থানা জিয়া মঞ্চের সভাপতি পদপ্রার্থী রাজন, সদস্য সচিব পদপ্রার্থী রাকিব, ফতুল্লা থানা জিয়া মঞ্চের সভাপতি মো: মামুন হোসেন, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের হালিম, সুমন, সবুজ, সাগর প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
  • বরিশালে তামিমদের শিরোপা উদযাপন উৎসব পণ্ড
  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ
  • লক্ষ্মীপুরে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন
  • ব্রহ্মপুত্র নদে ফের ডাকাতি, পুলিশের বিরুদ্ধে এগিয়ে না আসার অভিযোগ
  • ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদের ধাওয়া
  • বন্দরে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ৭ গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ 
  • ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারের পাশে জেলা বিএনপি