আজ রোববার রাতে শেষ হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলায় ২৫ কোটি ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলার আয়োজক সংস্থা।

এ বইমেলার উদ্বোধন হয়েছিল ২৮ জানুয়ারি। উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছিল এই বইমেলার ৪৮তম বর্ষ। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি।

এবারের এই বইমেলায় বাংলাদেশ যোগ না দেওয়ায় বইমেলায় আসা বাংলাভাষী বইপ্রেমিকেরা হতাশ হয়েছেন।

এবার বইমেলার সেরা বিদেশি প্যাভিলিয়ন হিসেবে পুরস্কার পেয়েছে জার্মানি আর দেশের সেরা প্যাভিলিয়নের পুরস্কার পায় আজকাল পাবলিশার্সের প্যাভিলিয়ন। বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেছেন, আজ রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই বইমেলার শেষ ঘণ্টা বাজবে। তিনি আরও বলেছেন, এই বইমেলায় এখন পর্যন্ত ২৭ লাখ বইপ্রেমী মেলা দেখেছে। আর এখন পর্যন্ত বই বিক্রি হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপির।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বই দেখছে এক শিশু.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল য় বইম ল র

এছাড়াও পড়ুন:

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে। 

উপসচিব মামুন আল ফারুক সমকালকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।

সম্পর্কিত নিবন্ধ