প্রথম ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া টার্গেট বেশ চ্যালেঞ্জিং। সেখানে দেয়াল হয়ে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা। তুলে নিলেন ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। যা ওয়ানডেতে ৩২তম।
ইংল্যান্ডের বিপক্ষে কটকে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৬ বলে ৯টি চার ও ৭ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। এর আগে ২০২৩ সালের ১১ অক্টোবর পেয়েছিলেন ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরির দেখা। ১৬ মাস পর পেলেন ক্যারিয়ারের ৩২তম শতক। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার ৪৯তম (ওয়ানডে ৩২, টেস্ট ১২ ও টি-টোয়েন্টি ৫)।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কে। এতোদিন ৪৮ সেঞ্চুরি নিয়ে দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন। ৮১ সেঞ্চুরি নিয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় স্থানে। আর ১০০ সেঞ্চুরি নিয়ে যথারীতি শচীন টেন্ডুলকার আছেন শীর্ষে।
আরো পড়ুন:
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের লড়াকু সংগ্রহ
নরকিয়ার বদলি হিসেবে বশেই আস্থা দক্ষিণ আফ্রিকার
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ বছর পর চুয়েট ছাত্রলীগের ছয় নেতার নামে মামলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে মারধর, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক ৬ নেতাকে আসামি করা হয়েছে। ঘটনার সাত বছর পর মামলা দুটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল আহসান।
রাউজান থানায় ওই মামলায় আসামিরা হলেন– চুয়েটের তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের, সাখাওয়াত হোসেন, অতনু মুখার্জি, নিলয় দে, মেহেদী হাসান ফরহাদ ও মোহাম্মদ ফখরুল হাসান ফাহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
জামিল সমকালকে বলেন, নির্যাতন শেষে বাকের বলেছিল, হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকবে। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল ওই নির্যাতনের জন্য তাদের কখনও জবাবদিহি করতে হবে না। এজন্যই মামলাটি করেছি।
মামলায় কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি মাহমুদুল। তিনি বলেন, ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে আমার জীবনে।