ভারতের দিল্লি ও কেরালায় বাংলাদেশি সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় পুলিশের দাবি, গ্রেপ্তাররা কাজের সন্ধানে কয়েকমাস আগে ভারতে প্রবেশ করেছিল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিল্লির কাছে গুরুগ্রাম এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশের ফ্লাইং স্কোয়াড। জানা গেছে, গ্রেপ্তার সবাই এক পরিবারের। 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, কাজের সন্ধানে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের নাগিনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার আদালতে তোলা হবে। 

অন্যদিকে, কেরালার তিরুবন্তপুরম থেকেও একই দিনে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সন্দেহে তিনজনকে। তারা রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে কয়েক মাস আগে অনুপ্রবেশ করেছিল—এমনটি জানিয়েছে পুলিশ।

তিরুবন্তপুরমের সিটি কমিশনার থমাস জোশ বলেন, কেরালা পুলিশ, বিএসএফ ও ও অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তাররা বাংলাদেশি নাগরিক। আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/সুচরিতা/এনএইচ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চায় এবি পার্টি

এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চান। আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির গণ–ইফতার কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিদারুল আলম। পহেলা রমজান থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ–ইফতারের আয়োজন করছে দলটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদের কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না। মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে।’

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস আহমেদ, ক্যাপ্টেন (অব.) বিল্লাল আহমেদ, মেজর (অব.) আনিসুর রহমান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ