ভারতের দিল্লি ও কেরালায় বাংলাদেশি সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় পুলিশের দাবি, গ্রেপ্তাররা কাজের সন্ধানে কয়েকমাস আগে ভারতে প্রবেশ করেছিল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিল্লির কাছে গুরুগ্রাম এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশের ফ্লাইং স্কোয়াড। জানা গেছে, গ্রেপ্তার সবাই এক পরিবারের। 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, কাজের সন্ধানে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের নাগিনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার আদালতে তোলা হবে। 

অন্যদিকে, কেরালার তিরুবন্তপুরম থেকেও একই দিনে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সন্দেহে তিনজনকে। তারা রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে কয়েক মাস আগে অনুপ্রবেশ করেছিল—এমনটি জানিয়েছে পুলিশ।

তিরুবন্তপুরমের সিটি কমিশনার থমাস জোশ বলেন, কেরালা পুলিশ, বিএসএফ ও ও অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তাররা বাংলাদেশি নাগরিক। আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/সুচরিতা/এনএইচ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

মেলার উদ্বোধন শেষে বই কিনে এসপিকে উপহার দিলেন জেলা প্রশাসক

লালমনিরহাট জেলা কালেক্টর মাঠে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। আজ সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম, লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, বিসিক লালমনিরহাটের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক রকিব হায়দার প্রথমা প্রকাশনের স্টলে এসে ‘জুলাই গণ-অভ্যুত্থানের সাক্ষ্য’ এবং ‘ছাত্র-জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ’ শিরোনামের দুটি বই কেনেন। এর মধ্যে একটি বই তিনি পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে উপহার হিসেবে প্রদান করেন।

লালমনিরহাট জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলায় ৮০টি স্টল, দুটি প্যাভিলিয়ন রয়েছে। আটটি জোনে বিভক্ত এ মেলায় ৬২ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মেলাটি প্রতিদিন বেলা দুইটা থেকে রাত পর্যন্ত দর্শানার্থীসহ সর্বসাধারণের জন্য খোলা থাকবে। প্রতিদিন বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আলোচনা সভা ও প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ