নিজ বাড়িতে ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন সাইফ আলী খান। এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভারতের শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে। অস্ত্রোপচার করে সপ্তাহ দুয়েক আগে বাড়ি ফেরার পর ছোট নাবাবকে অংশ নিতে দেখা যায় সিনেমার প্রচারে। তবে রোববার বিকেলে ফের লীলাবতী হাসপাতালে ছুটতে হল সাইফকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর সাইফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার ছুটির দিনে কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢোকেন সাইফ। পরনে সাদা টি শার্ট। চোখে রোদ চশমা। ব্যাকব্রাশ করা চুল। নবাবি স্টাইলে হাসপাতালের ভেতর প্রবেশ করেন তিনি।

পাপারাজ্জিদের দেখে কোনো কথাবার্তা বা অভিবাদন না জানিয়ে তাঁদের এড়িয়ে গেলেন সাইফ। লীলাবতীর হাসপাতালে অভিনেতাকে দেখে অনুরাগীদের প্রশ্ন, আবার কী হল সাইফের।

অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন, বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ নেওয়া যাবে না। ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে।

জানা গেছে, রোববার রুটিন চেকআপের জন্যই লীলাবতী হাসাপাতালে যেতে হয়েছে সাইফকে। তবে আজও তার সঙ্গে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর।

এদিকে এসবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ রহস্যজনক পোস্ট করেন কারিনা। সেই পোস্ট তাঁর ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছেন নেটিজেনরা। অনেকে আবার বলছেন, সাইফ-কারিনার সম্পর্কে ফাঁটল ধরেছে। সেই তিক্ততা নিয়ে এমন পোস্ট করেছেন সাইফঘরনী। সূত্র: সংবাদ প্রতিদিন ও হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে। 

উপসচিব মামুন আল ফারুক সমকালকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।

সম্পর্কিত নিবন্ধ