ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, ‘‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।’’
আরো পড়ুন:
আ.
প্রধান উপদেষ্টার ‘আয়নাঘর’ পরিদর্শন শিগগির, থাকবেন সাংবাদিকরা
মানবপাচারের বিষয়ে মুখপাত্র বলেন, ‘‘একটি বাংলাদেশি এজেন্সি কাজ দেওয়ার লোভ দেখিয়ে কিছু মানুষকে রাশিয়ায় পাঠিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করে। মানবপাচারের দায়ে গেল সপ্তাহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রবাসে থাকা বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হলে দূতাবাস তাদের দেশে ফেরাতে কাজ করবে।’’
কঙ্গো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সবাই নিরাপদ আছে বর্ণনা করে রফিকুল আলম বলেন, ‘‘বাংলাদেশের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জাম নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।’’
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংস্কারে বিভক্তির গন্ধ পেলে মানুষ গ্রহণ করবে না: মির্জা আব্বাস
যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই সংস্কার মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা, লুট, ছিনতাই করেছে এবং এদেশের মানুষের অধিকার, কথা বলার অধিকার, দেশের মানুষের সম্পদ লুট করেছে, যারা এই দেশের শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা কেউ যেনো বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সংস্কারে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
এসময় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, সংস্কার ঘোষণা দিয়ে হয় না। বাংলাদেশের মানুষ এই ধরণের সংস্কার কামনা করে না। এ দেশের মানুষ অত্যন্ত সচেতন।
এম জি