পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা প্রতিরোধে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরে  তৌহিদী জনতার উদ্যাগে  মদনগঞ্জ বটতলা এলাকায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বন্দরে ওলামা পরিষদের  নেতৃবৃন্দরা বলেন, পবিত্র শবে বরাতের  রাত হলো এবাদতের রাত। যা আমরা যুগযুগ ধরে পালন করে আসছি। ইসলামের সাথে যারা দুষমনি করে তার আল্লাহর শত্রু। 

ইসলামের শত্রুরা আবল তাবল বক্তব্য দিয়ে সাধারন মুসল্লীদের মাঝে বিবেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছে। ইসলামের শত্রুরা যাতে মদনগঞ্জ ওয়েল ফেয়ারের মাঠে কোন অবস্থাতে মাহফিল করতে না পারে সবাই সেদিকে দৃষ্টি রাখতে হবে।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সেক্রেটারী হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমী।

বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি কবির হুসাইন দা: বা: এর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরো  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক জুনাইদ আহমেদ দাঃবাঃ ও বন্দর থানা ওলামা পরিষদের কোষাধক্ষ হযরত মাওলানা শাহজালাল দা: বা:সহ স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষাচর দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল কাশেম, মদনগঞ্জ বসুন্ধরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুল হক, আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিম, লক্ষারচর তিন তলা জামে মসজিদের ইমাম ও মাওলানা ইসমাঈলসহ বন্দরে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।

উল্লেখ্য, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠে  আহলে হাদিস কর্তৃক আয়োজিত   দি ভয়েস অব কোরআন এন্ড সুন্নাহ মাহফিল প্রতিহত করার লক্ষে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জনত র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব’র দু:খ প্রকাশ

একটি অনাকাঙ্খিত ভুলের জন্য নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দু:খ প্রকাশ করা হয়ে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, গত ২৭ ফেব্রুয়ারি অত্র সংগঠনের স্থায়ী সদস্য জনাব আবু আল মোরছালীন বাবলাকে যে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিলো, সেই নোটিশে অনিচ্ছাকৃতভাবে ‘টোকাই সাংবাদিক’ শব্দ ব্যবহৃত হয়েছে। সেখানে স্থানীয় সাংবাদিক শব্দটি ব্যবহৃত হবে এবং আজকের সভায় ‘টোকাই’ শব্দটি প্রত্যাহার করে নেয়া হলো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার
  • রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা
  • ধর্ষণ ইস্যুতে শহরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাব’র দু:খ প্রকাশ
  •  সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে মারধর
  • বিএনপির দু’পক্ষে সংঘর্ষ ভাগবাটোয়ারা নিয়ে
  • চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, নিহত ১