ফরিদপুরের লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের শহরের ঝিলটুলি বাসভবনের টিনের চাল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র তসনস করা হয়।

মফিজ ইমাম মিলন জানান, বেলা ১১টার দিকে বাড়ির বাইরে তালা মেরে বের হয়ে যায় পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা ঘরের চাল খুলে ঘরে ঢুকে দুটি আলমারি ও ওয়ারড্রবে তছনছ করে। আলমারিতে থাকা ৩২ হাজার ৮০০ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোররা পালানোর সময় প্রতিবেশিরা চিৎকার করায় চুরি করা স্বর্ণালংকার ভরা পাত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার সংবাদ পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ফরিদপুর কোতয়াল থানার ওসি মো.

আসাদউজ্জামান বলেন, চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় তারা চিৎকার দিলে মূল্যবান গহনাগুলো ফেলে পালায় চোররা। নগদ টাকা ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে। 

একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী। 

জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ