ফরিদপুরের লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের শহরের ঝিলটুলি বাসভবনের টিনের চাল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র তসনস করা হয়।

মফিজ ইমাম মিলন জানান, বেলা ১১টার দিকে বাড়ির বাইরে তালা মেরে বের হয়ে যায় পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা ঘরের চাল খুলে ঘরে ঢুকে দুটি আলমারি ও ওয়ারড্রবে তছনছ করে। আলমারিতে থাকা ৩২ হাজার ৮০০ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোররা পালানোর সময় প্রতিবেশিরা চিৎকার করায় চুরি করা স্বর্ণালংকার ভরা পাত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার সংবাদ পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ফরিদপুর কোতয়াল থানার ওসি মো.

আসাদউজ্জামান বলেন, চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় তারা চিৎকার দিলে মূল্যবান গহনাগুলো ফেলে পালায় চোররা। নগদ টাকা ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সংস্কারে বিভক্তির গন্ধ পেলে মানুষ গ্রহণ করবে না: মির্জা আব্বাস

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই সংস্কার মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা, লুট, ছিনতাই করেছে এবং এদেশের মানুষের অধিকার, কথা বলার অধিকার, দেশের মানুষের সম্পদ লুট করেছে, যারা এই দেশের শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। তারা কেউ যেনো বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সংস্কারে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

এসময় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, সংস্কার ঘোষণা দিয়ে হয় না। বাংলাদেশের মানুষ এই ধরণের সংস্কার কামনা করে না। এ দেশের মানুষ অত্যন্ত সচেতন।

এম জি

সম্পর্কিত নিবন্ধ