টিউলিপসহ অর্থ পাচারে জড়িতদের তথ্য চেয়ে ১২ দেশে চিঠি পাঠিয়েছে দুদক
Published: 9th, February 2025 GMT
যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) টিউলিপ সিদ্দিকসহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ১২টি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টিউলিপ ছাড়াও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে দুদক সূত্র জানায়, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি দেশে মোট ৭১টি চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি চিঠির জবাবও পেয়েছে দুদক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।