শিশু-কিশোরদের নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সরঞ্জাম দিয়ে সাহায্য করতে চান। কাজ করতে চান শিশু–কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়েও। করোনাকালের গৃহবন্দী জীবনে সেটা নিয়ে নতুন করে ভাবার সুযোগ পান জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর। সেই ভাবনা আজ আনুষ্ঠানিকতা পেয়েছে রাজধানীর এক রেস্তোরাঁয়, যাত্রা শুরু করেছে ‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’ নামে তাঁর এ উদ্যোগ। দীর্ঘদিনের সতীর্থ, বিসিবি কর্মকর্তা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে নিয়ে নতুন এ উদ্যোগের কথা জানান জাভেদ।

জাতীয় দলে খেলার সময়ই ছোট ছোট এ রকম উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান জাভেদ ওমর। দেশের মানুষের জন্য কিছু করবেন বলে কানাডায় স্থায়ী হননি। একবার এতিমখানায় খাবার দিতে গিয়ে সামনে খোলা মাঠ দেখে জাভেদের মনে হয়েছে, সাহায্য করা দরকার তাদের। এরপরই ‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’-এর চিন্তাটা তাঁর মাথায় দানা বাঁধে।

বিসিবি সভাপতি ও এক সময়ের সতীর্থ ফারুক আহমেদের সঙ্গে জাভেদ ওমর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ভ দ ওমর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ

দেড় দশক পর আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্যা হিসেবে সাড়ে চার বিলিয়ন ডলারের দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে বাংলাদেশ।

তহবিল, প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্রসহ বিভিন্ন খাতের হিস্যা হিসেবে এই অর্থ বাংলাদেশ পাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশ এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দু’দেশের সম্পর্কের নানা বিষয়সহ ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলো আলোচনায় আসবে। 

সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল ২০১০ সালে।

বৈঠক উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ গতকাল বুধবার ঢাকায় আসেন। আজ সকালে তিনি বৈঠকে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। গতকাল আমনা বালুচ ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মীদের সঙ্গে এবং বাংলাদেশে অবস্থানরত দেশটির ব্যবসায়ীসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ পূর্ববর্তী সময়ের হিস্যা অনুসারে  ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার পাবে। এর একটি বড় অংশ ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো হয়েছিল। জানা গেছে, ২০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা এসেছিল। মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখা থেকে এই অর্থ লাহোর শাখায় সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া পাকিস্তান ছেড়ে বাংলাদেশে চলে আসা সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফিরিয়ে দেওয়া হয়নি। 

পরিকল্পনা কমিশনের মতে, সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা ৯০ লাখ টাকা আটকে রেখেছিল পাকিস্তান সরকার। যুদ্ধকালে রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা ১ কোটি ৫৭ লাখ টাকাও ফেরত আসেনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থের অর্ধেক ৪৩৫ কোটি রুপির দাবিদার বাংলাদেশ। পাকিস্তানের ব্যাংকিং বিভাগ থেকেই বাংলাদেশ পাবে প্রায় ৬০ কোটি রুপি। 

সম্পর্কিত নিবন্ধ