ডিএনডি খাল রক্ষনাবেক্ষন নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ। রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকাস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। 

গনশুনানীতে ডিএনডির শিমরাইল পাম্প হাউসের প্রধান নিষ্কাশন খালের পাশে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট, শিমরাইল রেন্টকার স্ট্যান্ড, জালকুড়ি ও আদমজী কদমতলী এলাকায় নীট কর্নসান গ্রুপ কর্তৃক্ষ অবৈধ ভাবে পানি উন্নয়ন বোর্ডর জমি দখলদারদের উচ্ছেদ করাসহ নানা বিষয় তুলে ধরেন স্থানীয় জনতা।

এসময় নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ বলেন, আদমজী কদমতলী এলাকায় জনৈক নামে মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত ২ ফেব্রুয়ারী আমরা চিঠি (যার স্মারক নং-৩০৭) দিয়েছি।

জমি দখলের বিষয়টি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, যৌথ বাহিনী ও র‌্যাব-১১ সহ ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর হোসেন মোল্লা নীট কর্নসান গ্রুপের মালিক। 

এ সময় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শারমিন আফরোজ ও শ্রী শুভ দত্ত, সহকারী সেচ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কার্য সহকারী মোঃ মশিউর রহমান ও মোঃ মাহবুব হোসেনসহ স্থানীয় জনতা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ড এনড সহক র

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনে ইসরায়েল এর হামলা ও জাতিসংঘের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ  

মজলুম ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েল এর বর্বরোচিত হামলার ও জাতিসংঘের নীরব ভূমিকা পালনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর ও দক্ষিণ শাখা। 

শুক্রবার (১১ এপ্রিল) শহরের ডিআইটি চত্বরে শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ কবির হোসেন এর সভাপতিত্বে উত্তর শাখার সেক্রেটারি এইচ.এম. মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরববিশ্বসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।

তিনি বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই এই হত্যাযজ্ঞ থেকে বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, জারজ ইসরায়েল যে ভাবে আমাদের নিরাপরাধ শিশু ও মা বোনদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন মানুষ সহ্য করতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ;জাতিসংঘকে বলবো অতি সত্তর দুই দেশের যুদ্ধ বিরতির ব্যবস্থা গ্রহন করুন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশনারায়ণগঞ্জ  শহর দক্ষিণ সহ-সভাপতি মুহাঃ আব্দুস সবুর শহর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মাদ আরিফ উল্লাহ জাদরানসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • কাটা হাত দেখে এগিয়ে মিলল ৩ লাশ
  • সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত 
  • ইসলামের শ্বাশ্বত আদর্শই মানবতার মুক্তির গ্যারান্টি : মমিনুল হক  
  • ফিলিস্তিনে ইসরায়েল এর হামলা ও জাতিসংঘের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ  
  • কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান
  • এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ
  • রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার অচেতন ব্যক্তিকে মৃত ঘোষণা
  • আদমজীতে ব্যবসায়িরা খুশি হলেও চাঁদাবাজরা ক্ষুব্দ