বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট না’গঞ্জ জেলা কমিটি ঘোষণা
Published: 9th, February 2025 GMT
তৃনমূল সাংবাদিক সমাজের সহযোগিতা ও অধিকার আদায়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট’র কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মফিজুর রহমান সোহেল সাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি পদে ঘোষণা করা হয় সাংবাদিক এস.
কমিটির অন্যান্য পদে নাম ঘোষণা করা হয় সিনিয়র সহ - সভাপতি খন্দকার শাহ আলম,সহ-সভাপতি- এড. মো. শহিদুল ইসলাম টিটু, সহ- সাধারণ সম্পাদক - মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ও মো. আসলাম মিয়া,সাংগঠনিক সম্পাদক -মো. সোহেল, সহ- সাংগঠনিক সম্পাদক -রাজু আহমেদ, দপ্তর সম্পাদক -শাহ আলম,সহ দপ্তর সম্পাদক -জামিল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক -মো. কাউসার হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক -মো. শাহ আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মো. জাকির হোসেন,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মো. মনির হোসেন আইন বিষয়ক সম্পাদক -মো. কামরুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -হারুন অর রশিদ সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -জি.এ. রাজু,অর্থ বিষয়ক সম্পাদক -মো. মিঠুন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক -মো. ওয়ারদে রহমান, মহিলা বিষয়ক সম্পাদক - এড. শারমিন আক্তার রেখা। কার্যনির্বাহী সদস্য কাজী আনিসুল হক হীরা, মোহাম্মদ ইমাম হোসেন, মো. শফিকুল ইসলাম ও শাহীন আহম্মেদ ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।
আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।