চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন মেহেদী হাসান খান। যাকে অভ্র কি–বোর্ড তৈরির কারিগর বলা হয়। তবে এই ক্যাটাগরিতে তাঁর সঙ্গে আরও তিনজনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাঁরা মেহেদী হাসানের সঙ্গে অভ্র তৈরিতে যুক্ত ছিলেন।

আজ রোববার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে এ কথা জানান। ফারুকী লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’

মেহেদী হাসান পুরস্কার নিতে সম্মত হয়েছেন জানিয়ে উপদেষ্টা জানিয়েছেন, ‘তিনি (মেহেদী হাসান) একা এই কৃতিত্ব নিতে চাননি। তাঁর আরও তিন বন্ধু—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা; যাঁরা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

ফারুকী লিখেছেন, অভ্রর তৈরির সঙ্গে যুক্ত এই চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফুডভ্লাগার নুসরাত ইসলাম কেন ‘জলটান বিডি’ নাম নিলেন, এর অর্থ কী

কনটেন্ট ক্রিয়েশনে কোনো আগ্রহ ছিল না নুসরাত ইসলামের। খুব একটা গুরুত্বও দিতেন না। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে, এ ব্যাপারে তেমন কোনো ধারণাই ছিল না। অন্যরা কীভাবে কনটেন্ট বানায়, তা–ও কোনো দিন সরাসরি দেখিনি।’

তাহলে কীভাবে ফুডভ্লগিং শুরু করলেন? নুসরাত বললেন, ‘এর পেছনে পুরো অবদানই আমার স্বামীর। তিনিই সাহস জুগিয়েছেন। মূলত কিছুটা জোর করেই তিনি আমাকে রাজি করান। শুরুতে দ্বিধা থাকলেও ধীরে ধীরে তা কাটতে শুরু করে।’

করোনাকালে একদিন একটা ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করেন নুসরাত। পরদিনই দেখেন, প্রায় ১২ হাজার ভিউ! খুব স্বাভাবিকভাবেই পেয়ে যান দারুণ অনুপ্রেরণা। নুসরাত বললেন, ‘এতে আত্মবিশ্বাসী হই, মানুষ আমাকে পছন্দ করছে। ভাবলাম, এখন যেহেতু ঘরে বসে অলস সময় কাটছে, তাই নতুন নতুন কনটেন্ট বানানোই যায়।’

বলা যায়, স্বামীর অনুপ্রেরণা ও দর্শকের ভালোবাসায় সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম হয়ে ওঠেন আজকের জলটান বিডি। বর্তমানে তাঁর ফেসবুক পেজে অনুসারী ১৪ লাখ, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৮৮ হাজারের বেশি।

ফুডভ্লগিংয়ের পাশাপাশি নুসরাত এখন নিয়মিত ভ্রমণবিষয়ক ভিডিও বানান

সম্পর্কিত নিবন্ধ