ছি ছি ছি তুমি এত খারাপ...অভিনয়ই ছিল তাঁর ধ্যানজ্ঞান
Published: 9th, February 2025 GMT
এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে সিগারেট নিয়ে জ্বালাবেন, সিগারেট ধার করা নিয়ে দুজনের কথা হয়। এমন সময় একজন দরজায় দাঁড়িয়ে তাঁদের কথা শুনতে থাকেন। একসময় একটি সংলাপ ছুড়ে দেন। নাটকের সেই চরিত্রের মুখে প্রথম সংলাপ ছিল, ‘ছি ছি ছি, তোমরা এত খারাপ।’ দর্শকেরা হয়তো ধরেই ফেলেছেন কার কথা বলা হচ্ছে। তিনি অভিনেতা খালেদ খান। আজ এই অভিনেতার জন্মদিন।
পরবর্তী সময়ে পুরো নাটকেই এই অভিনেতার মুখে সংলাপটি দর্শকদের বিনোদন দিতে থাকে। দর্শকদের মুখে মুখে শোভা পেতে থাকে এই সংলাপ, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল।
অভিনেতা খালেদ খান। ছবি: সংগৃহীত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব
যারা মব করবে তাদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।
তিনি আরো বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
মাহফুজ আলম বলেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।
সবার উদ্দেশে তিনি বলেন, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!
এএ