তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখে শরীরে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

তিনি আরও বলেন, বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্রে স্বৈরাচারী শেখ হাসিনার ব্যর্থতার কারণ দেশবাসী দোয়া। আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আবারো দোয়া চাই। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিএনপি'র উদ্যোগে এক হাজার শীতার্ত পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.

মনিরুজ্জামানের সভাপতিত্বে পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা মাসুম রানা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, সেলিম হোসেন দিপু, মো: রফিকুল ইসলাম (বিডিআর),মো: জয়নাল আবেদীন,শাহনুর রহমান সুমন, নুরে আলম দিপু, ছোরহাব হোসেন,ফারুক হোসেন, জামান আহমেদ জিতু প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ

এছাড়াও পড়ুন:

দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক বিএনপি নেতা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বিএনপি নেতা শাহিন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে উপজেলার সান্দিয়ারা- লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ