SunBD 24:
2025-04-18@07:27:37 GMT

ঢাকাস্থ ভোলা ফোরামের কমিটি গঠন

Published: 9th, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ ভোলা ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ সভাপতি এবং মুহা. নিজামুল হক নাঈম সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাজধানীর এক মিলনায়তনে ফোরামের কার্যকরী সদস্যদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক ড.

আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টী মেম্বার এবং সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর মাও. সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, প্রফেসর ড. মো: শামসুল আলম, মো: শফিকুর রহমান এবং মাস্টার মো: জাকির হোসাইন।

সভায় ২০২৫-২০২৬ কার্যকালের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট্য আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন, প্রফেসর ড. মো: ওয়ালি উল্লাহ, ডা. মো: সলিমুল্লাহ, মাও. মো. মোশাররফ হোসেন এবং আব্দুল করিম শাহীন।

সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: মহিব্বুল্লাহ এবং কাজী মো: শাহে আলম। এছাড়া, অর্থ সম্পাদক পদে মো: মহিব্বুল্লাহ, অফিস সম্পাদক- মো: আলমগীর হোসেন সোহাগ, শিক্ষা সম্পাদক- ড. মাও. কামরুল হাসান শাহীন, প্রচার সম্পাদক- মো: শামসুদ্দিন, পর্যটন বিষয়ক সম্পাদক- মো: নজরুল ইসলাম, ওলামা বিষয়ক সম্পাদক- অধ্যক্ষ মাও. মো: শাহিদুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো: কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক- মো: আবু জাফর, শ্রম বিষয়ক সম্পাদক- মো: কামাল উদ্দিন রায়হান, ছাত্র বিষয়ক সম্পাদক- মো: হেলাল উদ্দিন রুবেল, সহ ছাত্র বিষয়ক সম্পাদক- মো: ইসমাইল হোসাইন, মিডিয়া সম্পাদক- মো: আব্বাস আলী খান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি

এএ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন

এছাড়াও পড়ুন:

৬১ বছরের ‘চিরকুমার’ বিজেপি নেতা দিলীপ ঘোষ বিয়ের পিঁড়িতে বসছেন

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির ‘একরোখা নেতা’ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ আজ নিজের চিরকুমারের তকমা ঘোচাবেন। আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকের নিউটাউনের বাসভবনে বিয়ে হবে। এ বিয়ে হবে অনাড়ম্বরভাবে। পাত্রী তাঁর দল বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার।

দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে। এখন তিনি থাকছেন কলকাতার সল্টলেকের নিউটাউনের আবাসিক এলাকায়। বিয়ের অনুষ্ঠানে কিছু বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গ্রামের বাড়ি ঝাড়গ্রাম থেকে সপ্তাহখানেক আগে দিলীপের মা চলে এসেছেন কলকাতায়। ছেলের সংসার গুছিয়ে তিনি পরে ফিরে যাবেন তাঁদের ঝাড়গ্রামের বাড়িতে।

বিজেপির অনেক নেতাই বলছেন, দিলীপ ঘোষ দেখিয়ে দিলেন রাজনৈতিক জীবনের মতো তিনি ব্যক্তিগত জীবনেও একই রকম ‘কালারফুল’। তিন কাউকে রেয়াত দিয়ে কথা বলেন না। দিলীপ ঘোষ তিন মাস ধরে প্রেমে হাবুডাবু খাচ্ছিলেন।

দিলীপ ঘোষ বহু বছর আগে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসে নাম লিখিয়েছিলেন। তখন শপথও নিয়েছিলেন তিনি ‘অকৃতদার’ থাকবেন।

আরএসএস অবশ্য ২০১৪ সালে দিলীপ ঘোষকে বিজেপিতে পাঠায়। ২০১৫ সালেই পেয়ে যান পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতির পদ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই বিজেপি রাজ্য বিধানসভার নির্বাচনে লড়ে। পেয়ে যান ৭৭টি আসন। নতুন এক রেকর্ড গড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন, লোকসভার সংসদ সদস্য হয়েছেন। হয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা।

এই বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও তাঁর হবু স্ত্রী রিঙ্কু মজুমদার সাংবাদিকদের বলেছেন, ‘দিলীপদাকে বহুদিন ধরে চিনি। ওকে ভালোও লাগে। মনের কথা খুলে বলা যায়। গত সেপ্টেম্বরে তাঁকে প্রপোজ করেছিলাম। তিনি তিন মাস সময় চেয়েছিলেন। তারপর সেই সময় এসে গেল কিছুটা বিলম্বে।’

বিজেপির মহিলা মোর্চার রাজ্য শাখার সাবেক সভাপতি সংঘমিত্রা চৌধুরী বলেছেন, ‘দিলীপদাকে অনেক শুভেচ্ছা। ওর দাম্পত্যজীবন অনেক সুখের ও সুন্দর হোক।’

সম্পর্কিত নিবন্ধ