লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে শেখ মজিব নামে এক আওয়ামী লীগ নেতার অবৈধ বাংলা ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন। এসময় দুই লাখ টাকা জরিমানাও করা হয়।

বায়ু দূষণ বন্ধে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা এবং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.

শিব্বির আহামেদ। এসময় সেনবাহিনী, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙে দেয়া হয়। 

এছাড়া ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

ঢাকা/লিটন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইটভ ট

এছাড়াও পড়ুন:

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ

আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাষাড়াস্থ মেট্রো হলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেট্রো হলের সামনে এসে শেষ হয়।

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা শ্লোগান দেয়,একটা একটা লীগ ধর, 'ধইরা ধইরা জেলে ভর' আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের চামড়া তুলে নিবো আমরা'। 

এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা।

মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আপনারা কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না। নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা তৎপর রয়েছেন। আওয়ামী লীগের এসব কর্মকান্ডকে কঠোর হাতে প্রতিরোধ করবে জিয়া মঞ্চ।

এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো: আলীনূর হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল, মো: লিখন মন্ডল, নারায়ণগঞ্জ সদর থানা জিয়া মঞ্চের সভাপতি পদপ্রার্থী রাজন, সদস্য সচিব পদপ্রার্থী রাকিব, ফতুল্লা থানা জিয়া মঞ্চের সভাপতি মো: মামুন হোসেন, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের হালিম, সুমন, সবুজ, সাগর প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
  • বরিশালে তামিমদের শিরোপা উদযাপন উৎসব পণ্ড
  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ
  • শিশু চুরি, ২ দিনেও খোঁজ মেলেনি
  • ব্রহ্মপুত্র নদে ফের ডাকাতি, পুলিশের বিরুদ্ধে এগিয়ে না আসার অভিযোগ
  • ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদের ধাওয়া
  • বন্দরে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ৭ গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ 
  • ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারের পাশে জেলা বিএনপি