রংপুর থেকে গ্রেপ্তার সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাকে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতানসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জ থানায় জুলাই আন্দোলনচলাকালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সমকালকে জানিয়েছেন জেলার কোর্ট রেজিস্ট্রার জমশেদ আলম। তিনি জানান, এসপি মান্নানের বিরুদ্ধে সিলেটে কোনো মামলা নেই। 

এর আগে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়। গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। রোববার সেখান থেকে সিলেটে আনা হয়। বিকেল ৪টার দিকে হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসপ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৪ মার্চ ২০২৫)

ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর আজ সৌদি প্রো লিগে খেলবে আল খোলুদের বিপক্ষে।

মেয়েদের টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১

সৌদি প্রো লিগ

আল নাসর-আল খোলুদ
রাত ১টা, সনি স্পোর্টস ২

বুন্দেসলিগা

সেন্ট পাউলি-হফেনহাইম
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ৫

লা লিগা

লাস পালমাস-আলাভেস
রাত ২টা, জিএক্সআর.ওয়ার্ল্ড

সম্পর্কিত নিবন্ধ