বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা
Published: 9th, February 2025 GMT
বাজারে এসেছে অন্যকাল-এর মাতৃভাষা দিবস সংখ্যা। সাহিত্য প্রকাশনা হিসেবে এটি উদ্বোধন সংখ্যা হলেও আগামীতে নিয়মিত হচ্ছে প্রকাশনাটি। এর মধ্য দিয়ে কয়েক বছর বিরতি দিয়ে আবারও সাহিত্য প্রকাশনার সম্পাদনায় ফিরেছেন মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
চার রঙের সুদৃশ্য প্রচ্ছদের এ সংখ্যায় লিখেছেন দেশের বরণ্যে কবি-সাহিত্যিকরা। প্রবন্ধ, নিবন্ধ, গল্প ও কবিতাসহ ব্যতিক্রমী বেশ কিছু লেখা স্থান পেয়েছে সংকলনটিতে।
সংকলনে প্রবন্ধ লিখেছেন রফিউর রাব্বি, দীপঙ্কর দে, শাফিয়া চৌধুরী ও শফিক হাসান। কবিতা ও ছড়া লিখেছেন কবি নুরুল হুদা, শহীদুজ্জামান ফিরোজ, জাফরুল আহসান, ইউসুফ আলী এটম, গোলাম কিবরিয়া পিনু, সাব্বির রেজা, মাহমুদ কামাল, পুলক হাসান, জাকির জাফরান, রহমান মুজিব ও জগলুল হায়দার, রণজিৎ মোদক, হাবিব সিদ্দিকী, দেলোয়ার হোসাইন, হানিফ রুবেল, শারদুল সজল, আফজাল হোসেন পন্টি, নজরুল ইসলাম শান্তু, মোখলেছুর রহমান তোতা, কাজী আনিসুল হক হীরা, সাদ্দাম মোহাম্মদসহ অনেকেই।
সংকলনটিতে ব্যতিক্রমী ‘পাখিভ্রমণ’ লিখেছেন পর্যটন বিষয়ক লেখক গাজী মুনছুর আজিজ, অনুবাদ গল্প লিখেছেন রাকিবুল রকি। সংকলনে আরও রয়েছে গল্প, স্মরণ, মুক্তকলাম ও সোনারগাঁয়ের দারুশিল্পের উপর চমৎকার প্রতিবেদনও।
সংকলনটি অমর একুশে বইমেলার লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে। এছাড়াও নারায়ণগঞ্জের সমবায় নিউ মার্কেটের চতুর্থ তলায় মৈত্রী ও পঞ্চমতলায় জেএননিউজটুয়েন্টিফোর কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
সংকলন প্রসঙ্গে মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, সৃষ্টিশীলতার চর্চা এক ধরণের সাধনা। ভাবুক ও সাধকদের কাছেও আমরা সংকলনটিতে নিয়ে যেতে চাই। কারণ মোটা দাগে সব মানুষই ভাবুক ও সাধক। সাহিত্যচর্চায় নিবেদিতরা এক ধরণের ত্যাগের সংগ্রামে ব্রতী।
তিনি আরও বলেন, মাতৃভাষা দিবসে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এই অনুপ্রেরণা আমাদের স্বাধীনতা দিবস সংখ্যায় এগিয়ে যেতে সহায়তা করবে। মাতৃভাষা দিবসে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তা আগামী সংখ্যায় কমিয়ে আনার চেষ্টা করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য’ সংকলনের মোড়ক উন্মোচন
‘রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য’ সংকলনের মোড়ক উন্মোচন হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তর বাড্ডার কামরুল কনভেনশন সেন্টারে এই সংকলনের মোড়ক উন্মোচন হয়।
চতুরঙ্গ সম্পাদিত ‘একজন রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য’ সংকলনটি মূলত কবি ও কথাসাহিত্যিক রেজা নুরের সাহিত্যের মূল্যায়নধর্মী একটি সংকলন। সংকলনটি সম্পাদনা করেন কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈম।
মোড়ক উন্মোচন পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, “রেজা নুর হলেন সত্যিকারের দেশপ্রেমিক ও লেখক। প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যেও যে একাধারে সাহিত্যের সব শাখায় অবদান রেখে যাচ্ছেন। তার কবিতাও অসামান্যভাবে উঠে এসেছে বাংলাদেশের সৌন্দর্য, প্রকৃতি ও পরিবেশের অপরূপ বর্ণনা ও বন্দনা। তার মতো লেখকের উচিত দেশে এসে নিজেকে উজার করে লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেওয়া।”
আরো পড়ুন:
বইমেলায় কবীর আলমগীরের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’
বইমেলায় ফাহমিদা নবীর প্রথম বই প্রকাশিত
মুখ্য আলোচকের বক্তব্যে কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক মুম রহমান বলেন, “রেজা নুরের সরল ভঙ্গি ও বর্ণনা পাঠককে ধরে রাখতে সহযোগিতা করে। যেকোনো বর্ণনা করতে গেলে তা যেন সত্যিকার বা বাস্তবিকভাবে দেখা মিলে।”
এছাড়া মুম রহমান লেখক রেজা নুরের অন্যান্য বইয়ের ছোট ছোট ব্যাখা ও বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে কবি সাম্মি ইসলাম নীলা রেজা নুরের আদমের আগের পৃথিবী নামক কবিতাটি পাঠের পাশাপাশি বলেন, “সরল ভঙিমায় রেজা নুর যে চিত্র আঁকেন এককথায় তা অসাধারণ। রেজা নুর ব্যক্তি হিসেবেও প্রশংসনীয় একজন মানুষ। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে জানেন।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কথা বলেন কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ, কবি মাহমুদ নোমান এবং কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক জব্বার আল নাঈম।
পলিয়ার ওয়াহিদ বলেন, “যশোর আমার জন্ম এলাকা, মাইকেল মধুসূদন দত্ত, ফররুখ আহমেদ, রেজাউদ্দিন স্টালিন সেই পরম্পরায় যশোরে পেয়েছি রেজা নুরকে। তার সঙ্গে পরিচয়ের আগে পরিচিত হই তার লেখার সঙ্গে। এখনো ভোর উপন্যাস পড়েছি, অসম্ভব ভালো লাগা কালজয়ী উপন্যাস।”
চতুরঙ্গ সম্পাদক জব্বার আল নাঈম বলেন, “লেখালেখির কারণে রেজা নুরকে দেশের মানুষ চিনতে পেরেছি সত্যি কিন্তু, তার আরো কিছু অবদান আছে, তিনি সত্যিকারের দেশপ্রেমিক। তিনি স্থানীয়ভাবে অনেক উন্নয়নমূল কাজ করে যাচ্ছেন।”
অনুষ্ঠানে সঞ্চালনকারী হিসেবে ছিলেন জিনাত রেহানা লুনা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসানুর রহমান।
উক্ত অনুষ্ঠানে লেখক রেজা নুর নিজেও সংক্ষিপ্ত আকারে নিজের জীবন ও লেখালেখি নিয়ে কথা বলেন। এ সময় সভাপতিত্ব করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান।
চতুরঙ্গ এই সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন-ফিরোজ আশরাফ, মুম রহমান, মনি হায়দার, তাজ ইসলাম, খালেদ রাহী, শামস সাইদ, মোজাফ্ফর হোসেন, সাইফ বরকতুল্লাহ, পলিয়ার ওয়াহিদ, আজিম হিয়া, শিবলী আহমেদ, কাজী শোয়েব শাবাব, শিমুল জাবালি, সাম্মি ইসলাম নীলা, জোবায়ের মিলন, মাহমুদ নোমান, রাসেল আবদুর রহমানসহ আরো অনেকে।
একই অনুষ্ঠানে রেজা নুরের আরো দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। প্রথমটি কবিতাগ্রন্থ ‘আদমের আগের পৃথিবী’ এবং উপন্যাস ‘চেনা আগুন’।
ঢাকা/সাইফ