কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে দুটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুলি ছুড়ে নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে গেছে। এসময় ডাকাতদের রামদার আঘাতে আহত হয়েছেন আমিনুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী । তাকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার সময় নৌ পুলিশের তিন সদস্য নিকটবর্তী এলাকায় থাকলেও তাদের সামনে দিয়ে ডাকাত দল পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ লোকজন নৌ পুলিশের সদস্যদের আটক করে চিলমারী ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। পরে চিলমারী থানার ওসি মোশাহেদ খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ইউনিয়ন পরিষদ থেকে আটকে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটে। চিলমারী থানার ওসি মোশাহেদ খান ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে আ.

লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জন গ্রেপ্তার

নৌকার মাঝি ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে রাজিবপুর থেকে ছেড়ে আসা একটি নৌকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে আসেন। এসময় ডাকাতরা গরু ব্যবসায়ীদের ওপর হামলা করে। তারা (গরু ব্যবসায়ী) কাছে থাকা টাকা কেড়ে নেয়। এসময় সেখানে যাত্রীবাহী অপর একটি নৌকা আসলে ডাকাতরা সেটিতেও আক্রমণ করে।

যাত্রীবাহী নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, “খেয়া ঘাটের কাছাকাছি গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। তাদের নৌকায় ডাকাতি করতে যায় ডাকাতরা। পরে তারা আমার নৌকাতেও হানা দেয়। এ সময় ডাকাতেরা একটা গুলি করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা কেড়ে নেয়। পাশে পোশাক পরা তিনজন পুলিশ সদস্য ছিলেন, কিন্তু তারা এগিয়ে আসেননি।”

গরু ব্যবসায়ীদের বরাতে ঘাট এলাকার বাসিন্দা আজম মিয়া বলেন, “ব্যাপারীদের কয়েক লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে। আমরা ধাওয়া করেছিলাম। পুলিশ একটা ফাঁকা গুলি করলেও ডাকাতদের ধরা যেত। তারা (পুলিশ) এগিয়ে আসেনি।”

আহত গরু ব্যবসায়ী আমিনুল ইসলামের স্ত্রীর ছোট বোন বিশার পাড়া এলাকার সাবিনা খাতুন বলেন, “ডাকাতের রামদার আঘাতে আমার বোন জামাই গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

চিলমারী থানার ওসি মোশাহেদ খান বলেন, “নৌ পথের নিরাপত্তায় পুলিশের ৩ সদস্যকে পাঠানো হয়েছিল। ডাকাতির ঘটনাস্থল থেকে তারা দূরে ছিলেন। স্থানীয়রা ভুলবুঝে পুলিশ সদস্যদের আটকে রাখে। পরে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলামের সহযোগিতায় তাদের ছাড়িয়ে আনা হয়েছে। ডাকাতির ঘটনায় অনুসন্ধান চালানো হচ্ছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত ব যবস য় সদস য

এছাড়াও পড়ুন:

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ

আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাষাড়াস্থ মেট্রো হলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেট্রো হলের সামনে এসে শেষ হয়।

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা শ্লোগান দেয়,একটা একটা লীগ ধর, 'ধইরা ধইরা জেলে ভর' আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের চামড়া তুলে নিবো আমরা'। 

এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা।

মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আপনারা কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না। নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা তৎপর রয়েছেন। আওয়ামী লীগের এসব কর্মকান্ডকে কঠোর হাতে প্রতিরোধ করবে জিয়া মঞ্চ।

এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো: আলীনূর হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল, মো: লিখন মন্ডল, নারায়ণগঞ্জ সদর থানা জিয়া মঞ্চের সভাপতি পদপ্রার্থী রাজন, সদস্য সচিব পদপ্রার্থী রাকিব, ফতুল্লা থানা জিয়া মঞ্চের সভাপতি মো: মামুন হোসেন, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের হালিম, সুমন, সবুজ, সাগর প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৬৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
  • বরিশালে তামিমদের শিরোপা উদযাপন উৎসব পণ্ড
  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের বিক্ষোভ
  • শিশু চুরি, ২ দিনেও খোঁজ মেলেনি
  • লক্ষ্মীপুরে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন
  • ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদের ধাওয়া
  • বন্দরে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ৭ গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ 
  • ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারের পাশে জেলা বিএনপি