৪০ বছর একসঙ্গে থেকেও কেউ পিঠে ছুরি মারতে পারে: সালমান
Published: 9th, February 2025 GMT
সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চায় থাকেন সালমান খান। শোনা যায়, প্রেমে ব্যর্থ হওয়ার কারণে নাকি একাধিকবার ভেঙেও পড়েন তিনি। তবে ভাঙা মন জুড়ে ফের কীভাবে স্বাভাবিক হতে হয় সেটাই জানালেন বলিউড ভাইজান।
ভাইপো আরহান খানের পডকাস্ট শো,তে গিয়ে পরামর্শ দিলেন, সম্পর্ক ভাঙলে ঠিক কী করতে হয়। সম্পর্ক ভেঙে গেলে, দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সালমান।
সালমানের পরামর্শ, ‘প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দাও। বিদায় জানাও। সম্পর্ক ভেঙে গেলে একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নাও। তারপর এই অধ্যায়টা শেষ করে দাও। কান্নাকাটি হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো।’
তবে সবকিছুর পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সালমান। তাঁর কথায়, “ভুল করলে সব সময় ক্ষমা চেয়ে নেবে। ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে তোমাকে সম্মান করা হবে না, সেখানে যাবে না।”
সম্পর্ক নিয়ে সালমান আরও বলেন, ‘সম্পর্কে যাওয়া ভাল। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। হতেই পারে, ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরে বুঝতে পারলে তোমার পিছনে ছুরি মারা হচ্ছিল। কিন্তু বুঝতে পারার পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও সেটা শেষ।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণপরিষদ নির্বাচন নিয়ে নতুন ধারণা দিলেন এনসিপির নেতা সামান্তা
গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে—সম্প্রতি সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। এই আলোচনার মধ্যে গত শনিবার দুপুরে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের কথা পরিষ্কার, এ বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না।’ তবে সালাহ উদ্দিন আহমদের এই কথাকে এ ব্যাপারে দলটির শেষ কথা বলে মনে করছে না এনসিপি।
আরও পড়ুনকথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না : সালাহ উদ্দিন০৮ মার্চ ২০২৫নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনো অটল অবস্থানে আছে এনসিপি। অবশ্য তরুণদের নতুন এই দলটির নেতারা এখন বলছেন, একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের ধারণাটি তাঁরা বোঝাতে ব্যর্থ হয়েছেন। এনসিপি এখন নতুন একটি চিন্তা সামনে আনতে চাইছে। তারা বলছে, গণপরিষদ নির্বাচনে যাঁরা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর গণপরিষদ আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। গণপরিষদের সদস্যরা আইনসভা তথা সংসদের সদস্য হয়ে যাবেন। এমনটা হলে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো ধরনের সমস্যা হবে না।
আরও পড়ুনগণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি০৪ মার্চ ২০২৫২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। নেতাদের ৪ মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার রায়েরবাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেদিন রায়েরবাজারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ এরপর ৬ মার্চ রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছিলেন