সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চায় থাকেন সালমান খান। শোনা যায়, প্রেমে ব্যর্থ হওয়ার কারণে নাকি একাধিকবার ভেঙেও পড়েন তিনি। তবে ভাঙা মন জুড়ে ফের কীভাবে স্বাভাবিক হতে হয় সেটাই জানালেন বলিউড ভাইজান।

ভাইপো আরহান খানের পডকাস্ট শো,তে গিয়ে পরামর্শ দিলেন, সম্পর্ক ভাঙলে ঠিক কী করতে হয়। সম্পর্ক ভেঙে গেলে, দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সালমান।

সালমানের পরামর্শ, ‘প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দাও। বিদায় জানাও। সম্পর্ক ভেঙে গেলে একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নাও। তারপর এই অধ্যায়টা শেষ করে দাও। কান্নাকাটি হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো।’

তবে সবকিছুর পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সালমান। তাঁর কথায়, “ভুল করলে সব সময় ক্ষমা চেয়ে নেবে। ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে তোমাকে সম্মান করা হবে না, সেখানে যাবে না।”

সম্পর্ক নিয়ে সালমান আরও বলেন, ‘সম্পর্কে যাওয়া ভাল। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। হতেই পারে, ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরে বুঝতে পারলে তোমার পিছনে ছুরি মারা হচ্ছিল। কিন্তু বুঝতে পারার পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও সেটা শেষ।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কবে কোন অলিম্পিয়াড, কারা অংশ নিতে পারবে, নমুনা প্রশ্ন—সব দেখুন একসঙ্গে

জাতীয় গণিত উৎসব ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রশ্নের ধরন: অনলাইনে প্রথমে ‘বাছাই অলিম্পিয়াডে’ বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হয়। পরে আঞ্চলিক পর্বে অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৮-১০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সব শেষে জাতীয় পর্বের জন্য লিখিত প্রশ্নের সমাধান করতে হয়। গণিত উৎসব থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই আন্তর্জাতিক গণিত উৎসবের বাংলাদেশ দলে জায়গা করে নেয়।

সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নমুনা প্রশ্ন।

প্রতি বছরই উৎসবমুখর পরিবেশে জাতীয় পর্যায়ে আয়োজিত হয় গণিত অলিম্পিয়াড

সম্পর্কিত নিবন্ধ

  • আংটি পরে জর্জিনা লিখলেন ‘আমিন’, তবে কি বিয়ে করছেন রোনালদো
  • বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ‘প্রয়োজনীয়’ ছিল: সাক্ষাৎকারে মেলিন্ডা
  • একসঙ্গে উঠলেন নাগরদোলায়, হঠাৎ অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা   
  • বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা ভ্যালি যাচ্ছিলেন, জিপ থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু
  • হিংসা-বিদ্বেষহীন সম্প্রীতির দেশ গড়তে চাই: সেনাপ্রধান
  • হিংসা-বিদ্বেষবিহীন সম্প্রীতির দেশ গড়তে চাই: সেনাপ্রধান
  • অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষবিহীন দেশ গড়তে চাই: সেনাপ্রধান
  • কবে কোন অলিম্পিয়াড, কারা অংশ নিতে পারবে, নমুনা প্রশ্ন—সব দেখুন একসঙ্গে
  • ঘোষণা দিয়ে বন্ধ ক্যাম্পাসে ঢুকছেন কুয়েটের শিক্ষার্থীরা
  • পাকিস্তানের ড্রেসিংরুমে মারামারি, রাজনীতি এবং রক্ত দিয়ে লেখা প্রেমপত্র