সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চায় থাকেন সালমান খান। শোনা যায়, প্রেমে ব্যর্থ হওয়ার কারণে নাকি একাধিকবার ভেঙেও পড়েন তিনি। তবে ভাঙা মন জুড়ে ফের কীভাবে স্বাভাবিক হতে হয় সেটাই জানালেন বলিউড ভাইজান।

ভাইপো আরহান খানের পডকাস্ট শো,তে গিয়ে পরামর্শ দিলেন, সম্পর্ক ভাঙলে ঠিক কী করতে হয়। সম্পর্ক ভেঙে গেলে, দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সালমান।

সালমানের পরামর্শ, ‘প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দাও। বিদায় জানাও। সম্পর্ক ভেঙে গেলে একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নাও। তারপর এই অধ্যায়টা শেষ করে দাও। কান্নাকাটি হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো।’

তবে সবকিছুর পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সালমান। তাঁর কথায়, “ভুল করলে সব সময় ক্ষমা চেয়ে নেবে। ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে তোমাকে সম্মান করা হবে না, সেখানে যাবে না।”

সম্পর্ক নিয়ে সালমান আরও বলেন, ‘সম্পর্কে যাওয়া ভাল। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। হতেই পারে, ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরে বুঝতে পারলে তোমার পিছনে ছুরি মারা হচ্ছিল। কিন্তু বুঝতে পারার পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও সেটা শেষ।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে তারা এই সিসি ক্যামেরা লাগিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

জানা যায়, উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্লিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের একটি মসজিদ পুনর্নির্মাণ চলছে। এর সন্নিকটে বিএসএফ রাতের অন্ধকারে সিসি ক্যামেরা স্থাপন করায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। 

মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, আমাদের পূর্বপুরুষদের স্থাপিত এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ি। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও একে ঘিরে আমাদের সম্পর্ক আজও ভাগ হয়নি। তখন থেকে আমরা এখনও একসঙ্গে এ মসজিদে নামাজ পড়ি। এটি পুরাতন হলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএফ বাধা দেয়। তাদের বাধায় দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের অন্ধকারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবিকে ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তারা তা করেনি।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজনীতির টানে রুপালি জগতকে বিদায়, শেষ সিনেমায় সঙ্গী শ্রুতি
  • সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
  • ‘আমাদের টিমওয়ার্কটাও উদাহরণ হিসেবে থাকুক’
  • হাবিবের ভালোবাসা গানে মডেলও ভালোবাসার মানুষ
  • আট বছর পর একসঙ্গে ফুয়াদ-ইমরান
  • প্রসেনজিৎ-জিৎ একসঙ্গে, বাংলাদেশি দর্শকেরাও আগ্রহী সিরিজটি নিয়ে
  • কুমার নদে নিখোঁজের ৩ দিন পর একসঙ্গে দুই ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার