সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার তীব্র নিন্দা জানিয়ে দিয়েছে বিবৃতি। তবে ভারতের এই প্রক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করছে ঢাকা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

রফিকুল আলম বলেন, ‘‘আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন; যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে।’’

মুখপাত্র বলেন, ‘‘এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি। কিন্তু, বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে।’’

দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এর আগে, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। ভার‌তের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তল‌বের এক দিনের ব‌্যবধা‌নে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ক‌রে‌ দি‌ল্লিও।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

এসআই পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সবার স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চিকিৎসার ইতিবৃত্ত ফরম পূরণ করে পরীক্ষার্থীর স্বাক্ষরসংবলিত দুই কপি নিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই খালি পেটে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনজাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪৫ ঘণ্টা আগেআরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ