লিভারপুল তাঁকে বিক্রি করেনি। নিজের মতো করে পথ খুঁজে নিতেও বলেনি। তবু ২০২৩ সালের জুনে নিজেই অ্যানফিল্ড ছেড়ে দিয়েছিলেন রবার্তো ফিরমিনো। যোগ দিয়েছিলেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে। পেয়েছিলেন অধিনায়কত্বের বাহুবন্ধনী।

দেড় বছর পর সেই আহলিতেই ফিরমিনো ব্রাত্য। ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশের জন্য ফিরমিনোকে স্কোয়াডে রাখেনি আল আহলি। শীতকালীন দলবদল মৌসুমের শেষ দিনে পোর্তো থেকে গালেয়ানোকে নিয়ে এসেছে আহলি। তাঁকে জায়গা করে দিতে ফিরমিনোর নাম প্রো লিগ থেকে বাদ দিয়েছে ক্লাবটি।

৩৩ বছর বয়সী ফিরমিনো আহলির জার্সিতে প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। কিন্তু শুরুর সেই ফর্ম ধরে রাখতে পারেননি। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩৪ ম্যাচে করেন ৯ গোল। সব কটি গোলই প্রো লিগে। এবার লিগে ১৭ ম্যাচ খেলে করেছেন ৫ গোল, সব মিলিয়ে ৯টি। চলতি মৌসুমে লিগ পয়েন্ট তালিকায় আল আহলি এখন পাঁচে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টের।

লিভারপুলের অ্যাওয়ে জার্সিতে রবার্তো ফিরমিনো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১ উইকেট নিয়েও যেভাবে ‘সবার ওপরে’ শামি

মোহাম্মদ শামির আরেক নাম হতে পারে ফাইনাল-শিকারি! ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এখন সবচেয়ে বেশি (১০) উইকেটের মালিক ভারতীয় পেসার। এত দিন যে রেকর্ডটা ছিল মিচেল স্টার্কের দখলে। আজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়েই স্টার্ককে ছাড়িয়ে সবার ওপরের চেয়ারে বসেছেন শামি।

২০১৩ সালের জানুয়ারিতে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে পথচলা শুরু শামির। এরপর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম কোনো আইসিসির ফাইনালে অংশ নেন এই পেসার। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪ উইকেট তুলে নেন শামি। যদিও ম্যাচটা ৮ উইকেটে জেতে কিউইরা। এরপর ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট নেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেন আরেক উইকেট। আজ কিউইদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিলেন নিজের দশম ফাইনাল উইকেট। ভাঙলেন স্টার্কের রেকর্ডও।

অস্ট্রেলিয়ার স্টার্ক আইসিসির টুর্নামেন্টে পাওয়া ৮ উইকেটের ৫টিই পেয়েছিলেন দুই ওয়ানডে বিশ্বকাপে। যার মধ্যে ২০১৫ সালে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় অনেকখানি বদলে দেন। সেবার মোট ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট–সেরাও হয়েছিলেন এই অজি পেসার। এরপর ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছেন মোহাম্মদ শামি

সম্পর্কিত নিবন্ধ

  • ভর্তির ৭ মাসেও পরিচয়পত্র পাননি চবি শিক্ষার্থীরা
  • বিমা খাতে দুর্নীতি নির্মূল করবোই: বিআইএ সভাপতি
  • বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের মধ্যে ১৩টিই ভারতে
  • বায়ুদূষণে ২০২৪ সালে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, নগর হিসেবে তৃতীয় ঢাকা
  • যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে বড় চমক, প্রবৃদ্ধি ৪৬%
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা বাবুকে নিয়ে ষড়যন্ত্র, ক্ষোভ
  • পরিবেশবান্ধব পদ্ধতিতে বেগুনের পোকা দমনে কমাবে কীটনাশক ব্যয়
  • সাংহাইয়ের জলাভূমিতে বিরল ডালমেশিয়ান পেলিকানের ফিরে আসা
  • যবিপ্রবিতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ
  • ১ উইকেট নিয়েও যেভাবে ‘সবার ওপরে’ শামি