জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ
Published: 9th, February 2025 GMT
জুলাই ও আগস্ট গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘পুলিশ ওয়েবসাইটে’ আপলোডের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট-২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/এমআর/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৪ মার্চ ২০২৫)
ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর আজ সৌদি প্রো লিগে খেলবে আল খোলুদের বিপক্ষে।
মেয়েদের টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১
আল নাসর-আল খোলুদ
রাত ১টা, সনি স্পোর্টস ২
সেন্ট পাউলি-হফেনহাইম
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ৫
লাস পালমাস-আলাভেস
রাত ২টা, জিএক্সআর.ওয়ার্ল্ড