হাতিয়া থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক
Published: 9th, February 2025 GMT
অপারেশন ডেভিল হান্টের আওতায় নোয়াখালী জেলার হাতিয়া উপকূল থেকে নৌবাহিনী কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়া উপজেলার ৫নং চর ঈশ্বর ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে হামলার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনাজপুরে ওএমএসের চাল-আটা নিয়ে খুচরা বাজারে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান
ছবি: প্রথম আলো