আকাশ পর্যবেক্ষণ শিশুশিক্ষার্থীদের ক্যাম্প অনুষ্ঠিত
Published: 9th, February 2025 GMT
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং গ্রিন বাড নার্সারি স্কুল, গোপীবাগের যৌথ উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখবার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) গ্রিন বাড নার্সারি স্কুলের শিক্ষার্থী, গোপীবাগ এলাকার স্থানীয় মানুষসহ প্রায় ৩৪০ জন এই পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। স্থানীয় শহীদ জিয়া খেলার মাঠে আয়োজিত ক্যাম্পে টেলিস্কোপে চাঁদ এবং বৃহস্পতি গ্রহ ও তার গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখানো হয়।
সূর্যাস্তের আধা ঘণ্টা আগে থেকেই চাঁদকে আকাশের পূর্ব অংশে দেখা যাচ্ছিল। চাঁদ পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা নেমে আসে। মাথার ওপরে জেনিথ পজিশনে গ্রহরাজ বৃহস্পতিকে দেখা যায়। টেলিস্কোপে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে মামলা
সিএনজি হিসেবে পরিচিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলা করতে পুলিশকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। গত সোমবার সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, গ্যাস অথবা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।