চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৬ থানায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

চট্টগ্রামে আ.

লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনীতে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্ররা 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী একাধিক মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র লীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ আওয় ম ল গ য বল গ

এছাড়াও পড়ুন:

জাবিতে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নাম সংবলিত ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন’ টানানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনে ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ওই হলে অবস্থান নিয়ে পুনরায় ব্যানারটি টানিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি আবাসিক হলে তারা ব্যানার টানিয়েছেন। শেখ রাসেল হলে ছাত্রদলের টানানো ব্যানার ওই হলের এক শিক্ষার্থী ছিঁড়ে ফেলেছেন বলে জানান শাখা ছাত্রদল নেতারা। ওই শিক্ষার্থী নাম শাকিল আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক সেলের সদস্য।  

অভিযোগের বিষয়ে শাকিল আলী বলেন, ‘ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়নের পর আমরা হলের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চলতে দেওয়া হবে না। এ কারণেই আমি ও কয়েকজন শিক্ষার্থী মিলে ছাত্রদলের ব্যানারটি খুলে রেখেছিলাম। যে দলই হোক না কেন, হলের অভ্যন্তরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেব না।’ 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব রাজনৈতিক দলের সহাবস্থানে বিশ্বাসী। যারা ছাত্রদলের ব্যানার ছিঁড়েছে তারা গর্হিত কাজ করেছেন। এ ব্যাপারে আমরা হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ব্যানার ছিঁড়ার কাজটি উচিৎ হয়নি। আমি ছাত্রদল নেতাদের উত্তেজিত না হয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগের পর আমরা ব্যবস্থা নেব।’

সম্পর্কিত নিবন্ধ