ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক নিহত

নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। 

নিহত মোশারফ নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মোশারফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা কেউ জানাতে পারেননি।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ