আইসিসির বৈশ্বিক আসরের আগে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার চোটে পড়াটা একধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ বছর বয়সী পেসার চোটের কারণে ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ মিস করেছিলেন। আবারও চোটের কারণেই ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেতলে পারবেন না নরকিয়া। সেই জায়গায় প্রোটিয়া দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার করবিন বশ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার পরিকল্পনা করেছিল। এমনকি এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। তাই বাধ্য হয়েই বশকে দলে রাখেন নির্বাচকরা।

বশ সদ্য সমাপ্ত এসএটোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল এম আই কেপটাউনের হয়ে খেলেছেন। আসরটিতে ৮ ম্যাচ খেলে ১৭.

৩৬ গড়ে ১১ উইকেট নেন তিনি। তবে ব্যাটিংয়ের সুযোগ সেভাবে পাননি এই ৩০ বছর বয়সী বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ারের এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেন বশ। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে অপরাজিত ৪০ রাবের পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট।

আরো পড়ুন:

ট্রাম্পের নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ

স্যামসন-তিলকের তাণ্ডবলীলায় এলোমেলো দ. আফ্রিকা

অন্যদিকে বামহাতি ফাস্ট বোলার কওনা মাপাখাকে রিজার্ভ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সিএসএ। বশ এবং মাপাখা, সঙ্গে ওপেনার টনি ডি জর্জি,  রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) করাচির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ত্রিদেশিয় ওয়ানডে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নরক য়

এছাড়াও পড়ুন:

খুলনায় উৎসবমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ

উৎসব মুখর পরিবেশে খুলনায় সোমবার বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী সকাল ৭টায় সার্কিট হাউজ সংলগ্ন টেনিস কমপ্লেক্সে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। ছিল গান, নাচ, আবৃত্তি ও শোভাযাত্রা। অনুষ্ঠানে যোগ দেন সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

খুলনা জেলা প্রশাসন সকাল ৮টায় রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল সোয়া ৭টায় বর্ষ আবাহন, সকাল ৯টায় কেন্দ্রীয় মাঠে মেলার উদ্বোধন, সকাল ১০টায় শোভাযাত্রা, পরে লাঠিখেলা ও ম্যাজিক শো এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার লোকজন জড়ো হন।

বিএনপি সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উৎসব ও ১০টায় র‌্যালির আয়োজন করে। অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর পার্ক, নদীর ঘাটসহ বিনোদন স্পটগুলোতে দিনভর ছিল তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড়।

সম্পর্কিত নিবন্ধ