জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। এর আগে, গত ১ ফেব্রুয়ারি থেকে এ প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এগুলো হলো- ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স), ‘বি’ ইউনিট (কলা ও আইন), ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ও ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান)।

গত ৩১ জানুয়ারি জবির চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের মাধ্যমে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। ৪ বছর পর অনুষ্ঠিত স্বতন্ত্র পদ্ধতির এ ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.

jnu.ac.bd) পাওয়া যাবে।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ ইউন ট

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মাজহারুল ইসলাম ও লায়লা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ। 

আবেদনে বলা হয়, ওই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। লায়লা খানের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই, তাদের বিদেশ গমন রহিত করতে ভ্রমণে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ