দেশ স্থিতিশীল  পরিবেশ  রক্ষার্থে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখা এর আয়োজন করেন। মতবনিমিয় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ। 


মাওলানা  মাশরুর আহমেদ বলেন, একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন এই  সুযোগ হয়েছে। কোন কারণে যদি দেশের পরিবেশ নস্ট হয়ে যায়। আমরা  আর দাড়াতে পারবনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বানী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি বিশৃংখলা কমে যাবে। দেশে স্থিতিশিলতা বজায় রাখবে। এই সময়ে প্রয়োজনীয় সাংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতিআহবান জানান।   তিনি সকলকে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহবান জানান। 


এই সময় উপস্থিত ছিলেন  জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার  সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি  মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ফতেহপুরের সদস্য মাওলানা আবুল কাসেম, গোপালদী পৌরসভার সহসভাপতি মাওলানা মোস্তফা, ছাত্র জমিয়তের কেন্দ্রীয়  সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাযহারুল ইসলাম, হাইজাদী ইউনিয়ন  ছাত্র জমিয়তের  সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহীদুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম হাইজাদী ইউনিয়নের সহসভাপতি মাওলানা আহাম্মদ আলী, উপজেলা শাখার সদস্য মাওলানা ইসমাইল হোসেন, খাগকান্দা  ইউনিয়নের সদস্য মাওলানা ওমর ফারুক, হাইজাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হ ইজ দ ইসল ম

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ

সংবিধানে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ। আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নিজেদের এ অবস্থান তুলে ধরে দলটি।

আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের শুরুতে নিজেদের প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।

মুশতাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অবশ্যই চব্বিশের গণ–অভ্যুত্থান উল্লেখ করার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নব্বইয়ের গণ–অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। এই গণ–অভ্যুত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ মার্চের ভাষণ অপসারণ তাঁরা সমর্থন করেন না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে তাঁরা অনাবশ্যক বলে মনে করেন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃতপক্ষে জনগণের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
  • পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতন্ত্র উচ্ছেদ হবে না: জেএসডি
  • তেত্রিশে পা দৃষ্টির
  • মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: বাংলাদেশ জাসদ
  • জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’